নাইটি পরে নীল রঙ গায়ে মেখে ‘অবতার’ সেজে নৈহাটিতে বড়মা’র কাছে হাজির স্যান্ডি, ইউটিউবারের কাণ্ডকারখানায় হাসিতে ফেটে পড়লেন নেটিজেনরা

স্যান্ডি সাহা, বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে এই নামটার সঙ্গে বঙ্গবাসীকে অন্তত মনে হয় আলাদা করে পরিচয় করানোর কোনও প্রয়োজন নেই। এই ইউটিউবারের নানান কাণ্ডকারখানার সঙ্গে সকলেই বেশ পরিচিত। নিজের নানান কাজকর্মের মাধ্যমে মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসেন তিনি।
সকলের মতে, ট্রেন্ড আর স্যান্ডি নাকি একে অপরের পরিপূরক। ট্রেন্ডে গা ভাসাতে ভালোবাসেন এই ইউটিউবার। নানান সময় নানান কাণ্ড ঘটান তিনি। কেউ কেউ তাঁর এক অদ্ভুত কাজে বিরক্তি প্রকাশ করলেও কেউ কেউ আবার বেশ মজাই পান এসবে।
সম্প্রতি ফের একটি মজাদার ভিডিও পোস্ট করেছেন স্যান্ডি সাহা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে হলিউড সিনেমা ‘অবতার ২’। আর সেই ট্রেন্ড অনুসরণ করেই এবার অবতার সাজলেন স্যান্ডি। পরলেন নীল রঙের নাইটি, গায়ে মাখলেন নীল রঙ। এমনভাবে সেজেই নেমে পড়লেন রাস্তায়।
শুধু কী তাই! এমন অবতার সেজেই ট্রেনে চেপে বসলেন ইউটিউবার। ট্রেনের মধ্যেও বাদ গেল না তাঁর নানান কর্মকাণ্ড। এভাবেই পৌঁছন নৈহাটি স্টেশনে। সেখান থেকে বড়মা’র মন্দিরে গিয়ে ভক্তিভরে প্রণাম জানান স্যান্ডি। তাঁর এই ভিডিও দেখে হেসে খুন হওয়ার জোগাড় নেটিজেনদের।
সারা গায়ে নীল রং মাখার পাশাপাশি মাথায় শিং এবং একটি লেজ লাগাতে দেখা গিয়েছিল স্যান্ডিকে। এমনকি ট্রেনে যাওয়ার সময় সেই লেজ দিয়ে ট্রেনের বাকি লোকেদের সুড়সুড়িও দিয়েছেন তিনি।
View this post on Instagram
বলাই বাহুল্য স্যান্ডি এই ভিডিও পোস্ট করতেই তা মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনুগামীরা এক বাক্যে স্বীকার করেছেন যে এমন সব অদ্ভুত কাণ্ডকারখানা স্যান্ডির দ্বারাই একমাত্র সম্ভব। অনেকেই তাঁর এই কাণ্ডকারখানাতে বেশ মজাও পেয়েছেন।