মালাবদল করার সময়ই বরের মনে পড়ল আগেও তো একটা বিয়ে করেছেন তিনি, সঙ্গে সঙ্গে বাইকে চেপে চম্পট দিল পাত্র

নিয়ম মতোই চলছিল বিয়ের অনুষ্ঠান। গোটা বাড়ি গমগম করছে বিয়ের জন্য। কিন্তু ঠিক মালাবদল করার আগেই বরের মনে পড়ে গেল এর আগেও একটা বিয়ে করেছেন তিনি। ব্যস, যেমন মনে পড়া তেমন কাজ। সঙ্গে সঙ্গে বাইকে চেপে বিয়ের মণ্ডপ থেকে উধাও বর। এই নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে শুরু হয় তুমুল ঝামেলা। পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতি। তবে পাত্র আর ফেরেনি বিয়ে করতে।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিধি জেলায়। সূত্রের খবর, ওই পাত্র মাসুরিহা গ্রামের বাসিন্দা। কনের বাড়ি ডোল কোঠারেতে বসেছিল এলাহি বিয়ের আসর। মেয়ের বিয়ে বলে কথা। বিয়ের দিন সময় মতো বর-সহ বরযাত্রীদের দলবল সেখানে হাজিরও হন।
নিয়ম মতোই কনের পাশে বিয়ের মণ্ডপে গিয়ে বসেন বর। কিন্তু আচমকাই ঘটে যায় এক অদ্ভুত কাণ্ড। সকলের চোখের আড়ালে বাইকে চেপে বিয়ের মণ্ডপ ছেড়ে চম্পট দেয় পাত্র । মালাবদলের সময় হয়ে গেলেও খুঁজে পাওয়া যাচ্ছিল না পাত্রকে। তখনই জানাজানি হয় যে বাবাজীবন বাইক চেপে কোথাও চলে গিয়েছেন। আর ফেরেন নি তিনি।
কিন্তু প্রশ্ন উঠছে এমনটা কেন করলেন বর?
কনের পরিবারের দাবী, ওই যুবক আগেই এক তরুণীকে কোর্টে গিয়ে বিয়ে করেছেন। তবে বাবার চাপে পড়ে ফের অন্যত্র বিয়েতে রাজি হয়েছিলেন তিনি। কিন্তু শেষমেশ সেই বিয়ে থেকে পালালেন পাত্র।
কনের বাড়ির এক আত্মীয়ের কথায়, এই বিয়ে করতে এসে বরের মনে পড়ে যায় যে সে আগেও বিয়ে করেছে। সেই কারণেই মণ্ডপ ছেড়ে পালায় সে। এই ঘটনায় বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে বিবাদ বাঁধে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে আসে পুলিশ। তখনকার মতো ঝামেলা মিটে গেলেও বিয়েটা আর শেষ পর্যন্ত হয়নি।