তৎকাল বিয়ে! আর দিনের পর দিন অপেক্ষা নয়, এবার মাত্র একদিনের নোটিশেই হবে রেজিস্ট্রি বিয়ে, নতুন নিয়ম আনছে রাজ্য

প্রায় এক মাস আগে নোটিশ দিয়ে রেজিস্ট্রি বিয়ের জন্য দিনের পর দিন অপেক্ষা করার সময় বোধ হয় শেষ হতে চলেছে। এবার মাত্র একদিনের নোটিশেই আইনি মতে সেরে ফেলা যাবে বিয়ে। এমনই পরিষেবাই এবার চালু হতে চলেছে রাজ্যে।
একদিনের নোটিশে তৎকাল রেজিস্ট্রি বিয়ে করার নিয়ম রয়েছে অন্য রাজ্যে। তবে বাংলায় এখনও সেই পরিষেবা চালু হয়নি। তবে নবান্ন সূত্রে খবর, আইন দফতর এই সংক্রান্ত বিষয়ে এবার পদক্ষেপ করতে চলেছে।
এই দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন, এখনও পর্যন্ত এ নিয়ে কোনও স্থায়ী কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের মাধ্যমে এই বিষয়টি স্বীকৃতি পাবে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। এর জেরে এখন মন্ত্রিসভার বৈঠকের সম্ভাবনা নেই। সেই কারণে পঞ্চায়েত নির্বাচনে পরই বিষয়টির উপর ফের আলোচনা করা হবে বলে জানা যাচ্ছে।
হিন্দু বিবাহ আইন মতে, সামাজিক বিয়ের পর যদি রেজিস্ট্রি বিয়ের জন্য আবেদন করা হয়, তাহলে এর জন্য সাতদিন সময় লাগে। সেই নিয়মেই এবার আসবে বদল। এবার একদিনের নোটিশেই করা যাবে আইনি মতে বিয়ে। এখনকার নিয়ম অনুযায়ী, কোনও যুগল যদি সামাজিক বিয়ের দিন বা তার আগে আইনি মতে বিয়ে করতে চান, তাহলে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী, অন্তত ৩০ দিন আগে আবেদন করতে হয়।
তবে এবার রাজ্যে আসছে নতুন নিয়ম। ব্যক্তিগত তথ্য জমা দিয়ে বিয়ের একদিনের মধ্যেই আইনি মতে দম্পতি সেরে ফেলতে পারবেন বিয়ে। তবে শুধুমাত্র হিন্দু ম্যারেজ অ্যাক্টের অধীনে যারা বিয়ে করবেন, তাদের জন্যই এই ব্যবস্থা প্রযোজ্য। সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আগামী বছরের শুরুতেই বাংলায় এই নতুন পরিষেবা চালু হয়ে যাবে বলে খবর।