কাটতে চলেছে ভয়! আগামী মাসেই আসছে করোনার প্রতিষেধক! আশা জাগাচ্ছে রাশিয়া!

সাত মাসে বিশ্ব তোলপাড়। করোনা নামক এক অজানা ভাইরাসে প্রাণ হারালেন কয়েক লক্ষ মানুষ। হয়তো হারাবেন আরও কিছু মানুষ।
২০২০’র এই ভয়াবহতার মাঝেও বিশ্বকে একটু হলেও আশার আলো দেখাচ্ছে রাশিয়া। ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হওয়ার আগেই জনতাকে করোনার প্রতিষেধক দিয়ে দেবে রাশিয়া, বলে জানিয়েছেন সেই দেশের স্বাস্থ্যমমন্ত্রী মুরাশকো। তিনি বলেছেন এই সংক্রান্ত আদেশ ইতিমধ্যে জারি হয়ে গিয়েছে। প্রতিষেধক বাজারে এসে গেলেও পরবর্তী পর্যায়ের পরীক্ষাও একইসঙ্গে চলবে বলে জানিয়েছেন তিনি।
Russian Direct Investment Fund বা RDIF এর সিইও জানিয়েছেন তৃতীয় পর্যায়ের ট্রায়াল রাশিয়া, সৌদি আরব ও আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে। এতে করে হাজার হাজার মানুষ এতে পরীক্ষিত হবেন। রাশিয়া প্রায় ৪.৭ কোটি ডোজ কেবল এই বছরই বানাতে পারবে বলে সংস্থার দাবি। এই প্রতিষেধক পশ্চিমী দেশের টিকার থেকে অনেক ভালো বলেও রাশিয়ার দাবি।
এখনও পর্যন্ত বিশ্বের অন্য কোনও দেশ যে কাজ করতে পারিনি তা করে ফেলেছে রাশিয়া। তবে প্রশ্ন উঠছে এত দ্রুত টিকা প্রস্তুত করছে রাশিয়া, সব নিয়ম মানা হচ্ছে তো? সেই সংক্রান্ত যাবতীয় আশঙ্কা উড়িয়েছে রাশিয়ার প্রতিরক্ষা দফতর। তাড়াতাড়ি প্রতিষেধক খুঁজে পাওয়ার ওপর জোর দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।