এবার করোনা ধরা পড়বে মাস্ক টেস্টের মাধ্যমেই, ৯০ মিনিটেই পাবেন পরীক্ষার রিপোর্ট

করোনা ভাইরাসের জেরে এখন গোটা বিশ্ব কাবু। এখন মানুষ এতটাই ভয় পেয়ে রয়েছেন যে কোনও ছোটোখাটো শরীর খারাপ হলেও তারা এখন অ্যান্টিজেন বা আরটি-পিসিআর পদ্ধতিতে করোনার পরীক্ষা করাচ্ছেন। কিন্তু সেসব পরীক্ষার ফলাফল আসতে বেশ খানিক সময় লাগে। এর ফলে শারীরিক ও মানসিক চাপে ভোগেন অনেকেই।
এবারা সেই চিন্তা থেকে মুক্ত করতে MIT অর্থাৎ Massachusetts Institute of Technology এবং হার্ভার্ড ইউনিভার্সিটির ইঞ্জিনিয়াররা যৌথভাবে একটি ফেসমাস্ক তৈরী করেছে, যা মাত্র ৯০ মিনিটের মধ্যেই করোনা ভাইরাসের অ্যান্টিজেনকে শনাক্ত করতে পারবে। এই মাস্কের নাম Diagnostic Face Mask।
এই মাস্কটিকে একটি ছোটো ডিসপোজেবল সেন্সরের সঙ্গে যুক্ত করা হয়েছে। এই সেন্সরের ডিজাইনটি এমনভাবে করা হয়েছে যাতে এটি অন্য কোনও মাস্কের সঙ্গেও যুক্ত করে ব্যবহার করা যেতে পারে। এই সেন্সরটি করোনা ভাইরাস তো বটেই, অন্য যে কোনও ভাইরাস শনাক্ত করতে সক্ষম।
এই Diagnostic Face Mask-এ থাকা সেন্সরটি তৈরি করা হয়েছে ফ্রীজ ড্রায়েড সেলুলার মেশিনারির উপর ভিত্তি করে। এর আগে ইবোলা, জিকা ভাইরাসের জন্য পেপার ডায়াগনস্টটিক্স ব্যবহার করা হয়। একটি নতুন গবেষণায় গবেষকরা দেখিয়েছেন যে এই সেন্সরটি মাস্কের পাশাপাশি ল্যাব কোটেও ব্যবহার করা যেতে পারে যাতে স্বাস্থ্যকর্মীরা আগে থেকেই সচেতন হয়ে যেতে পারেন। আর এই মাস্ক সেন্সরটি স্বয়ংক্রিয় ফলে পরিধানকারীরা নিজেই এটিকে সক্রিয় করতে পারবেন ও পরীক্ষার ফলাফলও মাস্কের ভেতরে দেখানো হয় গোপনীয়তা বজায় রাখার কারণে।
ডায়াগনস্টিক ফেস মাস্ক বানানোর জন্য গবেষকরা, ফ্রীজ-ড্ৰাই শার্লক সেন্সরটিকে পেপার মাস্কের সাথে এম্বেড করেছেন। ওয়্যারেবল সেন্সরের মতো এটি, ফ্রীজ-ড্ৰাই কম্পোনেন্ট সিলিকন ইলাস্টোমারের দ্বারা বেষ্টিত থাকে। এই সেন্সরটিকে মাস্কের ভিতরের দিকে লাগানো হয়, যাতে মাস্ক পরিধানকারীর শ্বাসের মধ্যে ভাইরাল কণা উপস্থিত থাকলে তা সহজেই শনাক্ত করা যায়।
এই সেন্সরটি একটি বিশেষ পদ্ধতিতে করোনা ভাইরাসের অ্যান্টিজেন শনাক্ত করে থাকে। গবেষকদের মতে, মাস্কের মধ্যে একটি ছোট জলীয় পট রয়েছে। কোভিড-১৯ পরীক্ষা করার সময় এই জলীয় পটটিকে খালি করে দিতে হয়। এর জন্য মাস্ক পরিধানকারীকে একটি বোতাম টিপতে হবে। এরপর সেন্সরটি SARS-CoV-2-এর ফ্রীজ-ড্ৰাই কম্পোনেন্টকে হাইড্রেড করবে এবং মাস্কের ভেতরে জমে থাকা শ্বাসবিন্দুকে পরীক্ষা করার মাধ্যমে ৯০ মিনিটের মধ্যেই পরীক্ষার ফলাফল দেখাবে।