কলকাতা

বন্ধ হতে চলেছে ঘোড়ায় টানা গাড়ি! ইলেকট্রিক ফিটনের দাবি স্বেচ্ছাসেবী সংস্থা ও পশুপ্রেমীদের

পর্যটকদের একটি পছন্দের জয়রাইড হ’ল ঘোড়ায় টানা গাড়ি বা ফিটন। তবে এবার পশুপ্রেমীরা আবেদন করেছেন হাড় জিরজিরে ঘোড়া দিয়ে গাড়ি না টানিয়ে ফিটন হোক ব্যাটারি চালিত।

কলকাতার বুকে ৬০টির বেশি ফিটন রয়েছে। যেগুলি ২০০টির বেশি ঘোড়া টানে। ভিক্টরিয়া ও ময়দান চত্বরে ঘোড়ার গাড়ি চালকদের পশুপ্রেমী ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা আবেদন করছেন এবং বোঝাচ্ছেন ঘোড়াদের কষ্ট না দিয়ে ফিটন হোক ইলেকট্রিক ব্যাটারি চালিত।

দু’টি স্বেচ্ছাসেবী সংস্থা কেপ ফাউন্ডেশন এবং পেটা কলকাতা হাইকোর্টে একটি যৌথ জনস্বার্থ মামলা দায়ের করেছিল। যাতে ভিক্টরিয়া ও ময়দান চত্বরে ঘোড়ায় টানা গাড়ি নিষিদ্ধ করা হয়। এরপর আদালত রাজ্য সরকারকে নির্দেশ দেয় ঘোড়ার গাড়ি নিয়ে একটি নীতি তৈরি করার।

পশুপ্রেমীরা অভিযোগ করছেন , যে ঘোড়াগুলি ফিটন টানে তারা অপুষ্টিতে ভোগে। মালিকরা ঘোড়াগুলিকে নির্যাতন করে। তাই স্বেচ্ছাসেবী সংস্থা ব্যাটারি চালিত ফিটন ঘোড়ার গাড়ির মালিকদের চালিয়ে দেখায়। উল্লেখ্য, করোনাকালে ময়দানে বেশ কিছু ঘোড়া অপুষ্টিতে প্রাণ হারিয়েছে।

Back to top button
%d bloggers like this: