কলকাতা

দমকলের চাকরিতেও নিয়োগে দুর্নীতি, ১৫০০ পদে নিয়োগে স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাইকোর্ট

দমকল বিভাগে নিয়োগে দুর্নীতি নিয়ে জটিলতার জট এখনো কাটেনি। এর জেরে নিয়োগ সংক্রান্ত মামলায় যে স্থগিতাদেশ জারি করা ছিল, সেই মেয়াদ আরও বাড়ানো হলো কলকাতা হাইকোর্টের তরফে। এই সময়সীমার মধ্যে দমকল বিভাগে নতুন করে কোনও নিয়োগ করা যাবে না। আজ, সোমবার বিচারপতি হরিস ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ এই স্থগিতাদেশের মেয়াদ আরও ১৫ দিন বৃদ্ধি করেছে বলে জানা গিয়েছে।

আজ পাবলিক সার্ভিস কমিশনের আইনজীবী কলকাতা হাইকোর্টে এই নিয়োগ সংক্রান্ত মামলার জন্য এক সপ্তাহ সময় দেওয়ার আবেদন করেছিলেন। তাঁর সেই আবেদনে মঞ্জুর করেন বিচারপতি। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালে অগ্নিনির্বাপন বিভাগে ১৫০০ ফায়ার অপারেটর নিয়োগ করার জন্য নোটিশ জারি করেছিল রাজ্য সরকার। এর পরের বছর অর্থাৎ ২০১৯ সালে লিখিত পরীক্ষা হয়। কিন্তু ফল প্রকাশের পর থেকেই শুরু হয় নানান সমস্যা।
অভিযোগ ওঠে যে এই পরীক্ষায় প্রশ্নপত্র ভুল ছিল। এমন অভিযোগ্য ওঠে, স্পোর্টস কোটা বা অগ্নিনির্বাপনের প্রশিক্ষণের শংসাপত্র থাকলে পরীক্ষায় যে অতিরিক্ত নম্বর বা সংরক্ষণ মেলে, তা সেই সময় দেওয়া হয়নি। এমনকি চাকরিপ্রার্থীকে
তফশিলি কোটায় চাকরি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছিল।

এই অভিযোগ নিয়ে চাকরিপ্রার্থীরা প্রথমে স্যাটে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু সেখানে তাদের আর্জি খারিজ হয়ে যায়। এরপরই চাকরিপ্রার্থীরা দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টে। গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি সম্পাদক দত্ত পালের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়।

সেদিন এই শুনানির শেষে দমকলে নিয়োগের উপর এক সপ্তাহের স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। আগামীকাল, মঙ্গলবার পর্যন্ত এই স্থগিতাদেশ জারি রয়েছে। তবে আজ পাবলিক সার্ভিস কমিশনের আবেদনে সেই স্থগিতাদেশ আরও ১৫ দিন বৃদ্ধি পেল।

Back to top button
%d bloggers like this: