দেশ

‘মোদীর অবস্থা হবে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির মতোই, মোদীকেও পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে হবে’, প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ তৃণমূল বিধায়কের

শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আমন্ত্রণ বির্তকের জেরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেলাগাম আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি। তিনি বলেন যে নরেন্দ্র মোদীর অবস্থাও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের মতই হবে।

গতকাল, সোমবার ছিল শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না করা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়। যদিও পরবর্তীতে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণপত্র পাঠানো হয়। এরপরও কেন্দ্র তথা প্রধানমন্ত্রীকে তোপ দাগতে ছাড়লেন না তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা টানলেন ভগবানগোলার বিধায়ক। তিনি বলেন যে কিছুদিন পর মোদীর অবস্থাও হবে রাজাপক্ষের মতোই।

এদিন শ্রীলঙ্কার প্রসঙ্গ টেনে ইদ্রিস আলি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী সম্পূর্ণ ব্যর্থ। আগামী দিনে এখানকার পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন, চাপের মুখে পড়ে মোদীকেও পদত্যাগ করতে হবে। আর নিজের ব্যর্থতার দায় নিয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির মতোই মোদীকেও পালাতে হবে।

শুধু তৃণমূল বিধায়কই নয়, গত শনিবার শ্রীলঙ্কার প্রসঙ্গ টেনে মোদীকে আক্রমণ করেন কংগ্রেস নেতা উদিত রাজও। ভারতের অবস্থাও শ্রীলঙ্কার মতো হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এমনকি, গত মে মাসে ভারতের সঙ্গে শ্রীলঙ্কার তুলনা টেনেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তাঁর বক্তব্য ছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের মুদ্রাস্ফীতি ও বেকারত্ব ক্রমেই বাড়ছে।

বলে রাখি, গত ৯ই জুলাই কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে শ্রীলঙ্কা। দেশের বর্তমান পরিস্থিতির জন্য প্রতিবাদ জানিয়ে কলম্বোর রাস্তায় বিক্ষোভে সামিল হন হাজার হাজার মানুষ। প্রেসিডেন্ট ভবনেও ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। পরিস্থিতি আরও খারাপ হতে পারে এই আঁচ করে প্রেসিডেন্ট ভবন ছাড়েন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষ। চাপের মুখে পড়ে রাষ্ট্রপতি পদ ত্যাগ করেছেন তিনি।

Back to top button
%d bloggers like this: