BIG BREAKING: মুকুল রায়ের বাড়ি যাচ্ছেন দীনেশ বাবু! যোগ দেবেন বিজেপিতে?

প্রার্থী তালিকা ঘোষণা করার পর থেকেই তৃণমূলের একের পর এক সদস্য বিদ্রোহ ঘোষণা করছেন। প্রথমে আরাবুল ইসলাম, এরপর সোনালী গুহ, তারপর নলহাটির তৃণমূল বিধায়ক এবং সর্বশেষ সংযোজন তৃণমূলের দাপুটে নেতা দীনেশ বাজাজ। শোনা যাচ্ছে, তিনি জোড়াসাঁকো থেকে প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু মমতা সেই জায়গায় বিবেক গুপ্তকে প্রার্থী ঘোষণা করেছেন। এরফলেই অত্যন্ত ক্ষিপ্ত দীনেশ বাজাজ। আর তাই তিনি এবার পা বাড়াচ্ছেন বিজেপির দিকে।
আরও পড়ুন – অভিমানে তৃণমূল পার্টি অফিস ভেঙে আগুন লাগালেন আরাবুল, দক্ষযজ্ঞ ভাঙড়ে!
আরও পড়ুন – বন্দুক সহ এয়ারপোর্টে গ্রেফতার হয়েছিলেন এই তৃণমূলের নেতা, আজ তিনি প্রার্থী, শোরগোল রাজ্যজুড়ে!
সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে আর কিছুক্ষণ পরেই মুকুল রায়ের সল্টলেকের বাসভবনে দেখা করবেন দীনেশ বাজাজ। এখন মুকুল রায় হেস্টিংসের বিজেপির নির্বাচনী সদরদপ্তরে মিটিংয়ে ব্যস্ত আছেন। এরপর যখন তিনি নিজের বাসভবনে ফিরবেন তখনই দেখা হবে দীনেশ বাজাজের সঙ্গে আর তারপরেই জানা যাবে দীনেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিণতি।
বিস্তারিত আসছে