দীর্ঘদিন একসঙ্গে থাকার দাম দিলেন মমতা! প্রার্থী তালিকায় নাম না দেখে প্রকাশ্যে হাউহাউ করে কাঁদলেন বিধায়ক সোনালি গুহ

জনগনের সেবার সুযোগ পেলেন না তিনি। বলা ভালো সুযোগ দিলেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আসন্ন বিধানসভা নির্বাচনে জিততে সদ্য তৃণমূলে যোগদানকারী তারকাদের প্রার্থী বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বাদ পড়েছেন আরাবুল ইসলাম, দেবাংশু ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সোনালী গুহ’র মতো একনিষ্ঠ তৃণমূলীরা। বাদ পড়েছেন বহু বরিষ্ঠ ও প্রবীণ নেতা।
আরও পড়ুন–WB Election 2021: চমকে ভরা বিজেপির ব্রিগেড, ৭ই মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন শতাব্দী রায়!!
ভোট টানতে রাজনীতির ময়দানে নবাগত টলিউড তারকাদের প্রার্থী বানিয়ে দিয়েছেন মমতা। তৃণমূলের তরফে প্রার্থীদেরকে প্রকাশ্যে আসার পর অসন্তোষ ছড়িয়েছে তৃণমূলের অন্দরেই। কেউ চেপে রেখেছেন কেউ বহিঃপ্রকাশ করছেন।
যেমন তৃণমূল নেত্রী সোনালি গুহ। সাতগাছিয়ায় টিকিট না পেয়ে প্রকাশ্যে কান্নায় ভেঙে পড়লেন এই তৃণমূল বিধায়ক।
দুঃখ উগরে বললেন, দীর্ঘদিন একসঙ্গে থাকার একটা দাম দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস। ভালোই সম্মান পেলাম।
দাপুটে এই বিধায়কের আক্ষেপ, আমি মমতাদির বাড়ির লোক ছিলাম। মমতাদি এটা করতে পারেন, বিশ্বাস করতে পারছি না। কান্নায় ভেঙে পড়লেও দিদির প্রতি আস্থা রাখার বার্তা দিয়ে বললেন, দিদি যেন এবারও মুখ্যমন্ত্রী হতে পারেন।
প্রসঙ্গত উল্লেখ্য, শুধু তিনিই নন আসন্ন বিধানসভা নির্বাচনের টিকিট না পেয়ে কি দিয়ে ভাসিয়ে তৃণমূল ছেড়েছেন নলহাটির বিধায়ক মইনুদ্দিন শামস।