Breaking: “আমি বহিরাগত নই”, বিজেপিতেই যাচ্ছেন ক্ষুব্ধ দীনেশ, দেখা করলেন মুকুল রায়ের সঙ্গে

কিছুক্ষণ আগেই জানা গিয়েছিল তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অত্যন্ত ক্ষুব্ধ। তাই ছাড়বেন দল। আর সেই জল্পনাই সত্যি হলো। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসছেন দীনেশ বাজাজ। কিছুক্ষণ আগেই তিনি দেখা করেছেন মুকুল রায়ের সঙ্গে।
আরও পড়ুন – নির্বাচনী প্রার্থী তালিকা ঘোষণার পরই দলবদল, ফের বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রভাবশালী যুব নেতা
তৃণমূলের দাপুটে নেতা দীনেশ বাজাজকে জোড়াসাঁকোতে প্রার্থী করা হয়নি। তার জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন বিবেক গুপ্তকে। আরে ঘটনাতেই ক্ষোভে ফেটে পড়েছেন দীনেশ বাবু। তিনি আজ সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ মুকুল রায়ের সঙ্গে তার বাসভবনে দেখা করেছেন। সেখান থেকে বেরোবার পর তিনি জানান, তিনি অবাঙালি বলে তাকে বহিরাগত বলে আখ্যা দেওয়া হয় দলে। তার জন্ম কলকাতাতেই তাই কোনোভাবেই তিনি বহিরাগত নন। মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকেও বহিরাগত বলে থাকেন, এটা ঠিক নয়। গোটা ঘটনায় তিনি ঘাসফুল শিবিরের উপর অত্যন্ত ক্ষুব্ধ।
আরও পড়ুন – প্রার্থী তালিকা নিয়ে বড় ঘোষণা বিজেপি’র
তাই তিনি ঠিক করেন মুকুল রায়ের সঙ্গে দেখা করবেন এবং সেখানেই স্থির হয় তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন। কারণ তাঁর মনে হয়েছে, সম্মান পাওয়ার জন্য বিজেপিই শ্রেষ্ঠ দল।