BIG BREAKING: এবার সত্যি হচ্ছে খেলা! মুকুল রায়ের বাড়িতে তৃণমূল নেত্রী সোনালী গুহ?

বরিষ্ঠ ও দক্ষ নেতা-নেত্রীদের বাদ দিয়ে টলিউডের এক ঝাঁক মুখকে এবার প্রার্থী ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে দুপুর থেকেই চলছে তীব্র বিতর্ক। তৃণমূলের অন্দরেই ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। একের পর এক বিধায়ক প্রকাশ্যে চোখের জল ঝরাচ্ছেন টিকিট পাননি বলে। যেমন তৃণমূল নেত্রী সোনালী গুহ।
আরও পড়ুন – নির্বাচনী প্রার্থী তালিকা ঘোষণার পরই দলবদল, ফের বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রভাবশালী যুব নেতা
এবার ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, মুকুল রায়ের সল্টলেকের বাসভবনের দেখা করতে চলেছেন তৃণমূলের দীর্ঘদিনের এই যোদ্ধা। অর্থাৎ খুব শীঘ্রই তাকে দেখা যেতে পারে গেরুয়া শিবিরে, এমনটাই অনুমান করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ।
আরও পড়ুন – প্রার্থী তালিকা নিয়ে বড় ঘোষণা বিজেপি’র
সাতগাছিয়ায় টিকিট পাননি বলে ক্যামেরার সামনেই ঝর ঝর করে কেঁদে ফেলেন সোনালী। বলে ফেলেন, “দীর্ঘদিন একসঙ্গে থাকার একটা দাম দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস। ভালোই সম্মান পেলাম।” এরপরেই এখন শোনা যাচ্ছে তিনি দেখা করতে চলেছেন মুকুল রায়ের সঙ্গে। এদিকে তৃণমূলের অন্যতম দাপুটে নেতা দীনেশ বাজাজ ইতিমধ্যেই দেখা করে ফেলেছেন মুকুল রায়ের সঙ্গে। বিজেপিতে যোগদান প্রায় নিশ্চিত।