প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ: জনসভায় যোগ দিতে রওনা দিলেন বিজেপির কর্মকর্তারা

পশ্চিমবঙ্গে ২১ এর নির্বাচনের লড়াই অব্যাহত। আজই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে শাসক দল তৃণমূল। বামেরা প্রথম দু’দফার তালিকা প্রকাশ করেছে। তবে বিজেপি সম্ভবত রবিবার ঘোষণা করবে। আর রবিবার ৭ ফেব্রুয়ারি রয়েছে বিজেপির ব্রিগেড সমাবেশ। রাজনৈতিক মহলের খবর, বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের এই ব্রিগেড হতে চলেছে বৃহৎ এক জনসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই ব্রিগেড সভায় যোগ দিতে রাজ্যের বিভিন্ন জেলায় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
ব্রিগেড সমাবেশে যোগ দিতে বিজেপির কর্মকর্তারা নিউ কোচবিহার রেল স্টেশন থেকে রওনা দিয়েছেন। সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার সাংসদ নিশীথ প্রামানিক। আগামী কয়েকদিনে নির্বাচনী প্রচারে মোদী অন্তত ২১ টি সভা করবেন। যার সূচনা হচ্ছে ৭ মার্চ ব্রিগেড থেকে। অর্থাৎ তারপর আরও ২০ টি সভা করবেন প্রধানমন্ত্রী। কিন্তু মোদীর ব্রিগেড সভাকে নিয়ে পারদ চলছে রাজ্য রাজনীতিতে।
আরও পড়ুন: BIG BREAKING: প্রার্থী তালিকা নিয়ে বড় ঘোষণা বিজেপি’র
কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করার প্রস্তুতিতে ব্যস্ত বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, জাতীয় সহ সভাপতি মুকুল রায়, সাধারণ সম্পাদক সঞ্জয় সিং ও রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তরা। প্রধানমন্ত্রী মোদী কলকাতায় ৭ মার্চ জনসভায় ভাষণ দেবেন। নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণার পর এটি পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী মোদীর প্রথম সমাবেশ হবে।