কলকাতা

ম’দ্যপানের পর এবার পানশালাতেই দিতে হবে নেশার পরীক্ষা, পথ দুর্ঘটনা এড়াতে নয়া নির্দেশিকা দিল লালবাজার

পথ দুর্ঘটনা এড়াতে এবার বড় এক উদ্যোগ নিল কলকাতা পুলিশ। ম’দ্যপানের পর এবার থেকে পানশালাতেই নেশার পরীক্ষা দিতে হবে সকলকে। এই জন্য পানশালাগুলিকে ব্রেথ অ্যানালাইজার ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে। নানান পানশালায় ইতিমধ্যেই এই নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে লালবাজারের তরফে। তবে নতুন নির্দেশিকা নিয়ে পানশালার মালিকরা প্রশ্ন তুলেছেন।

লালবাজারের যুগ্ম কমিশনারের এই নির্দেশিকায় বলা হয়েছে যে পানশালা থেকে বেরোনোর সময় এই পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে। যারা চার চাকা গাড়ি বা বাইক চালিয়ে ফেরেন, তারা যাতে মাত্রাতিরিক্ত ম’দ্যপান না করেন, সেই কারণেই এমন নির্দেশিকা, এমনটাই জানানো হয়েছে লালবাজারের তরফে। ব্রেথ অ্যানালাইজারে যদিও কারোর অতিরিক্ত নেশার মাত্রা ধরা পড়ে, তাহলে পানশালা কর্তৃপক্ষকে বিকল্প কোনও ব্যবস্থা নিতে হবে বলেও জানানো হয়েছে,

শীতের কলকাতায় একদিকে শহরের পানশালাগুলিতে যেমন ভিড় বাড়ে, তেমনই আবার পথদুর্ঘটনাও বাড়ে। বাইকেও বেশিরভাগ দুর্ঘটনার অভিযোগ সামনে এসেছে। অতিরিক্ত গতির জেরে তো দুর্ঘটনা হয়ই, তেমনই আবার ম’দ্য’প অবস্থায় গাড়ি চালানোর জেরেও ঘটে দুর্ঘটনা।

সেই কারণেই পানশালাগুলিকে এমন নির্দেশ দিল লালবাজার। কলকাতা পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে পানশালাগুলিকে ব্রেথ অ্যানালাইজার ব্যবহার করতে হবে। পানশালা থেকে ম’দ্যপান করে বেরোনোর সময় ব্রেথ অ্যানালাইজারের মাধ্যমে পরীক্ষা হবে।

রাস্তায় গাড়ি আটকে পুলিশ যে পরীক্ষা করত, এবার থেকে তা করতে হবে পানশালা কর্তৃপক্ষকে। এর জন্য যা যা করার তাও করতে হবে পানশালা কর্তৃপক্ষকে। যদিও পানশালা মালিকদের একাংশের বক্তব্য, রাতের বেলা যে ধরণের পরিস্থিতি তৈরি হয় তাতে যদি কারও নেশার মাত্রাতিরিক্ত হয়, তাহলে কর্তৃপক্ষই বা কীভাবে তাঁদের বাড়ি পৌঁছনোর ব্যবস্থা করবেন?

এই বিষয়ে কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, “এটা চালু হলে পুলিশের কাজ অনেকটা সহজ হবে এটা ঠিক। প্রস্তাবটা খুবই ভাল প্রস্তাব। তবে এর বাস্তবতা নিয়ে প্রশ্ন ওঠাটাও স্বাভাবিক। সাধারণভাবে কোনও পানশালার মালিকই এতে রাজি হবে না। ওদেরও ইউনিয়ন আছে। সেটা ওরা কীভাবে নেবে সেটাও জানি না। এটা পুলিশের এমন প্রচেষ্টা, যা সফল হলে খুবই ভাল হবে। কিন্তু একইসঙ্গে বাস্তবতাটাও বুঝতে হবে। যিনি পানশালায় যাচ্ছেন, তাঁকে ব্রেথ অ্যানালাইজার দিয়ে যদি পরীক্ষা করানো হয় তা হলে তো মাত্রা অনেকক্ষেত্রেই ছাড়াবে”।

Back to top button
%d bloggers like this: