নতুন বছরের উপহার! এবার মেট্রো সফর হবে আরও উপভোগ্য, যাত্রীদের বিনোদনের জন্য মেট্রোয় লাগানো হচ্ছে LED টিভি

নতুন বছরের উপহার মেট্রো রেলের তরফে। এবার থেকে মেট্রো সফর আরও উপভোগ্য হতে চলেছে। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে কলকাতার মেট্রো যাত্রীরা এবার থেকে মেট্রোতে আসা-যাওয়া করতে করতে দেখতে পারবেন টিভিও।
গতকাল, শুক্রবার মেট্রো রেলের তরফে জানানো হয় যে খুব শীঘ্রই মেট্রোর সমস্ত মেঘা এসি রেকে বসতে চলেছে LED স্ক্রিন। এই স্ক্রিনে যাত্রীরা দেখতে পাবেন সিনেমা থেকে গান, জনপ্রিয় গেম শো, খবর, গুরুত্বপূর্ণ ঘোষণা-সহ নানান অনুষ্ঠান। এবার থেকে টিভির পর্দায় চোখ রেখেই নিজের গন্তব্যে পৌঁছে যাবেন যাত্রীরা। দ্রুত যাত্রার সঙ্গে বিনামূল্যে হয়ে যাবে মনোরঞ্জনও। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি ট্রেনের কোচে দু’টি করে LED বসবে।
এই নিয়ে গতকালই মেট্রোর চুক্তি হয়েছে ক্রেসান্দা সলিউশনস লিমিটেডের সঙ্গে। মেট্রো রেল ভবনেই দু’পক্ষের মধ্যে সমস্ত সাক্ষর হয়েছে বলে খবর। এক বছরের জন্য আপাতত এই চুক্তি করা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ আশা রাখছে এই সিদ্ধান্তের ফলে টিকিট বিক্রি তো বটেই, অতিরিক্ত আয়ের মুখ দেখাও সম্ভব হবে। আর যাত্রীদের যাত্রাও সুখকর হবে।
প্রসঙ্গত, এতদিন পর্যন্ত মেট্রো স্টেশনে দাঁড়িয়েই দেখা যেত টিভি। মেট্রোর নির্দিষ্ট একটি চ্যানেলে সিনেমার গান, খেলাধুলার খবর নানান গুরুত্বপূর্ণ জিনিস সম্প্রচার হয়। কিন্তু মেট্রোতে উঠে পড়লেই বিনোদনে ছেদ পড়ে। তবে এবার থেকে আর তা হবে না। মেট্রোর ভেতরেও ভরপুর বিনোদন। ক্রেসান্দা সলিউশনস লিমিটেডের মেট্রোর প্রতি রেকে ৩২ ইঞ্চির LED টিভি ইনস্টল করবে।
দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে চালু হয়েছে জোকা-তারাতলা মেট্রো। ঘণ্টা খানেকের ব্যবধানের জেরে সেভাবে এই রুটে যাত্রীর দেখা মিলছে না। তবে কবি সুভাষ-দক্ষিণেশ্বর মেট্রোতে উপচে পড়ে ভিড়। এবার LED টিভি লাগানোর জেরে যাত্রীরা বেশ খুশিই হবেন বলে আশা করা যায়।