শিয়ালদহ মেট্রো চালু হতেই অটো’র ‘দাদাগিরি’র অবসান! মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়

গত বৃহস্পতিবারই ইতিহাসের সাক্ষী হয়েছে শিয়ালদহ। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে শিয়ালদহ মেট্রো। খুশি নিত্যযাত্রীরা। তবে কপালে হাত শিয়ালদহ- বেলেঘাটা বা উল্টোডাঙা রুটের অটো চালকদের।
শিয়ালদহ-বেলেঘাটা কিংবা উল্টোডাঙা রুটের অটো চালকদের ‘দাদাগিরি’র অবসান হয়েছে বলেই মত অধিকাংশ নিত্যযাত্রীর। নিত্যযাত্রীদের অভিযোগ ছিল, ওই রুটের অটোতে উঠলেই বাড়তি ভাড়া গুণতে হতো। অধিকাংশ সময়ই নিজেদের মর্জিমাফিক ভাড়া চান অটো চালকরা। প্রতিবাদ করলেই বচসা শুরু করেন তারা। চলে দাদাগিরি। এখন মেট্রো হওয়ায় সেই হাত থেকে রেহাই।
এই অটোর পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে মিমের ঝড়। নেটিজেনরা কটাক্ষের সুরে বানাচ্ছেন সেই সব মিম। ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ ছবির একটি সিন তুলে ধরে এক নেটিজেন মিম তৈরি করেছেন। যেখানে শিয়ালদা মেট্রো, অটোকে বলছে, ‘ক্যায় রে গুণ্ডা বানেগা? মুহ ছুপাকে কিউ ব্যায়ঠা হ্যায়।’
আর এই মিমগুলো নিয়েই শুরু হয়েছে বিতর্ক। তবে অধিকাংশ নেটিজেনরা বলছেন অটো চালকদের একচেটিয়া রাজত্ব বন্ধ হয়ে খুশি তাঁরা।