ঝুলিতে স্নাতকোত্তর ডিগ্রি, পুরসভার অস্থায়ী সাফাইকর্মী হিসেবে কাজ করেও আজও শিক্ষক হওয়ার স্বপ্ন তাড়া করে বেড়ায় সোনুকে

পূর্ব বর্ধমানের গুসকরার বাসিন্দা সোনু শর্মা। ছোট থেকে স্বপ্ন দেখে শিক্ষক হওয়ার। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে সে এখন পুরসভার অস্থায়ী সাফাইকর্মী। এখনও সেই কাজ করার সোনে সঙ্গে ‘নেট’ পরীক্ষা ও রাজ্যের শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সোনু।
গুসকরা মহাবিদ্যালয় কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে ৫৫% নম্বর নিয়ে স্নাতক এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ৫৭% নম্বর নিয়ে স্নাতকোত্তর হয়েছেন তিনি। পাঁচ ভাইবোন এবং বাবাকে নিয়ে সংসার সোনু’র। সোনু বিএড ও কম্পিউটারেও ডিগ্রী অর্জন করেছেন।
সোনু জানিয়েছেন, ‘শিক্ষক নিয়োগ বহুদিন বন্ধ রাজ্যে। পাবলিক সার্ভিস কমিশন, কেন্দ্র ও রাজ্য সরকারের গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা দিয়েও চাকরি পাইনি। বয়স্ক বাবার উপর সংসারের চাপ বাড়ছিল। তাই গত সপ্তাহ থেকে পুরসভার অস্থায়ী সাফাই কর্মী হিসেবে কাজ শুরু করেছি।’
বাবা ছিলেন কাঠের মিস্ত্রি। কলেজে ওঠার পর সোনু শুরু করেছিলেন টিউশন পড়ানো। এখন সে দৈনিক ১৭৫ টাকা বেতনে কাজ করছেন। তাঁর বাবা বলেন, ‘ছেলেকে এভাবে ঘুরে ঘুরে রাস্তাঘাটে ময়লা সাফ করতে হয়। এটা একদমই ভালো লাগেনা। আমি ওকে বলব শিক্ষক হওয়ার স্বপ্ন ও যেন না ছাড়ে।’