‘রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছেন, দেশের জওয়ানদের ছোটো করছেন’, বিএসএফ সম্পর্কে অভিষেকের মন্তব্য প্রসঙ্গে পাল্টা তোপ নিশীথের

বিএসএফের (Border Security Guard) গুলিতে রাজবংশী যুবকের মৃত্যু নিয়ে এখন রাজ্য-রাজনীতি সরগরম। কোচবিহারে মাথাভাঙার সভা থেকে এই ঘটনা নিয়ে সরব হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মৃত যুবকের পরিবারের চোখের জল মুছিয়ে বলেছিলেন যে তিনি এর শেষ দেখে ছাড়বেন। এবার অভিষেককে এই নিয়ে পাল্টা আক্রমণ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। তাঁর কথায়, অভিষেক রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়ে এই ধরণের মন্তব্য করছেন দেশের জওয়ানদের উদ্দেশে।
নিশীথ এদিন বলেন, “মাথাভাঙার মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের বিএসএফ জওয়ানদের সম্পর্কে যে মন্তব্য করেছেন, আমি মনে করি এক জন নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে এই ধরনের মন্তব্য করা উচিত নয়। যাঁরা দেশকে সুরক্ষিত রাখবার জন্য নিজের পরিবার, পরিজন, আত্মীয়-স্বজনকে ছেড়ে সারা বছর সীমান্তে পড়ে থাকেন। দেশমাতাকে সুরক্ষিত রাখেন। তাঁদেরকে সোজাসুজি কাঠগড়ায় তোলা ঠিক কাজ নয়। আমরা যখন নিশ্চিন্তে শুতে যখন, তখন আমাদের নিরাপত্তা দেয়”।
এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দেউলিয়া হওয়ার বিষয়ে কটাক্ষ করেন নিশীথ। কোচবিহারের বিজেপি সাংসদ বলেন, “রাজনৈতিক ভাবে একেবারে দেউলিয়া হয়ে গিয়েছেন। কোনও রাজনৈতিক কর্মসূচি না থাকবার কারণে এ ধরনের মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। দেশের নিরাপত্তার সঙ্গে যাঁরা জড়িত তাঁদের ছোটো করে দেশকে ছোটো করার চেষ্টা করেন। খুব লজ্জাজনক মন্তব্য করেছেন। কোনও দায়িত্বশীল নেতার এ ধরনের মন্তব্য করা কখনই উচিত নয়”।
প্রসঙ্গত, মাথাভাঙার সভামঞ্চে বিএসএফের গুলিতে মৃত যুবকের পরিবারের লোকেদের সামনে অভিষেক বলেছিলেন, “আমি চ্যালেঞ্জ করে বলছি এই রাজবংশী তরতাজা যুবককে ইচ্ছাকৃতভাবে হত্যা করে যার প্রাণ নিল বিএফএফ, রাজবংশীদের হত্যা করে যাঁরা রাজবংশীদের দরদ দেখায় আমি সেই ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও এখানকার ডেপুটিকে প্রশ্ন করতে চাই প্রেম কুমার কে ছিলেন? জঙ্গি? ওর অপরাধ কী? সে রাজবংশী? তিনি যখন সকালে মাঠে ঘুরতে গিয়েছিলেন তার কাছ থেকে কি বোমা-বন্দুক উদ্ধার হয়েছিল? তার থেকে গরু পাওয়া গিয়েছিল? ৪৮ ঘণ্টা সময় দিলাম। তোমাদের অবস্থান স্পষ্ট করো। ক্ষমা চাও”।
অন্যদিকে আবার নিশীথের মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল নেতা তথা প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় বলেন, “এসব কথা আসলে চটকদারি। রাজনৈতিক ভাবে শক্ত মাটিতে দাঁড়িয়ে আছেন অভিষেক। আইনের ঊর্ধ্বে কেউ নয়। সীমান্তে যুবককে কেনো গুলি করে মারা হলো তার জবাব তো দিতেই হবে”।