অফিস টাইমে বাতিল একাধিক মেট্রো, দেরিতে চলছে মেট্রো, চরম হয়রানির শিকার নিত্যযাত্রীরা, বিক্ষোভ

কলকাতা মেট্রোর হয়রানি দিন দিন বেড়েই চলেছে। ধীর গতিতে চলছে মেট্রো আর এর ফলে বাতিল হয়ে যাচ্ছে একাধিক ট্রেন। এর ফলে ভিড় বাড়ছে মেট্রোতে। এর জেরে চরম অফিস টাইমে হয়রানির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের।
শুধুমাত্র অফিস টাইমেই নয়, রাতে সাড়ে আটটা-ন’টা নাগাদও মেট্রো বাতিল হচ্ছে বলে জানা গিয়েছে। যে মেট্রোর দক্ষিণেশ্বর যাওয়ার কথা, সেই মেট্রো যাত্রীদের দমদমে নামিয়ে দিচ্ছে বলে অভিযোগ।
সকালে অফিস টাইমে প্রতি ৫ মিনিট অন্তর মেট্রো চলাচল করে। কিন্তু যাত্রীরা জানাচ্ছেন, এখন সেই সময় বেড়ে ১০-১২ মিনিট হয়ে যাচ্ছে। এর জেরে দুটি মেট্রোর ভিড় একটি মেট্রোতে হচ্ছে। এর ফলে দরজা বন্ধ হতে দেরি হচ্ছে আর মেট্রোর ভিতরে গরমের জেরে এসি মেট্রোতেও দমবন্ধ হওয়ার পরিস্থিতির তৈরি হচ্ছে।
এই বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই মেট্রো কর্তৃপক্ষের কাছে একাধিক অভিযোগ জমা পড়ছিল। এই নিয়ে অবশেষে গতকাল, বুধবার কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, “এটা ঠিক যে মেট্রো ধীরগতিতে চলাচল করছে। আমরা এই নিয়ে যাত্রীদের সঙ্গেও কথা বলেছি। আমাদের কন্ট্রোল রুম থেকেও পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। এটা সত্যিই যে যাত্রীরা অসুবিধার মধ্যে পড়ছেন”।
মেট্রোর লাইনে নানান জায়গায় রক্ষণাবেক্ষণের কাজ চলছে। আর এর ফলেই বেশ কয়েকটি জায়গায় মেট্রোর গতি শিথিল করা হয়েছে। মেট্রো ধীর গতিতে চলার ফলে সময়ে পৌঁছতে পারছে না আর এর ফলে বাতিল করতে হচ্ছে ট্রেন। দুপুর বা বিকেলের দিকে তেমন সমস্যা না হলেও, অফিস টাইমে ও সন্ধ্যের পর অফিস ফেরতের টাইমে মেট্রো ঠিকঠাক না মেলায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
মেট্রো কর্তৃপক্ষ তরফে খবর, এই সমস্যার আপাতত কোনও সমাধান নেই। তবে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই রক্ষণাবেক্ষণের কাজ শেষ করার উদ্যোগ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে এই সমস্যার যতদিন না পর্যন্ত কোনও স্থায়ী সমাধান হচ্ছে, ততদিন মেট্রো দেরিতে এলে বা বাতিল হলে, তা ঘোষণা করে দেওয়ার কথা ভাবা হচ্ছে।