কলকাতা

দুর্গাপুজোতে ক্লাবগুলিকে ৭০ হাজার টাকা অনুদান, এমন খয়রাতি কেন? ফের হাইকোর্টে দায়ের হল মামলা

দুর্গাপুজোতে ক্লাবগুলিকে ৭০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই ঘোষণাকে চ্যালেঞ্জ জানিয়ে এবার ফের একবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের হয়েছে বলে খবর। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে।

দুর্গাপুজোর আর একমাস মতো বাকি। শহরে এখন প্রস্তুতি তুঙ্গে। দুর্গাপুজোর জন্য প্রথমে ক্লাবগুলিকে ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনাকালে সেই অনুদান বেড়ে দাঁড়ায় ৫০ হাজার টাকায়। গত বছর আরও ১০ হাজার বাড়িয়ে অনুদান ৬০ হাজার টাকা করেছিলেন তিনি। আর এই বছর ফের আরও ১০ হাজার অনুদান বাড়ানো হয়েছে। অর্থাৎ পুজোর জন্য ক্লাবগুলিকে ৭০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

২০২২ সালেও সরকার ঘোষিত অনুদান নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করেছিলেন সৌরভ দত্ত। এই বছর ফের ৭০ হাজার টাকা অনুদানের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন তিনি। গত বছরের মামলার সঙ্গেই এই মামলাটিকে সংযুক্ত করার আবেদন জানিয়েছেন সৌরভ দত্ত। নতুন করে আবেদন করার অনুমোদন দেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। চলতি সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে।

অতীতে এই মামলার প্রসঙ্গে আদালতে রাজ্য জানিয়েছিল, দুর্গাপুজোর সঙ্গে বাংলার মানুষের আবেগ, সংস্কৃতি জড়িয়ে। দুর্গাপুজোর জন্য ইউনেস্কোর তরফেও সেরার শিরোপা পেয়েছে বাংলা। অনুদান বন্ধ করে দিলে অনেক পুজো কমিটির পক্ষেই বাংলার এই সংস্কৃতিকে টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়তে পারে বলে জানিয়েছিল রাজ্য।

Back to top button
%d bloggers like this: