কলকাতা

শনিবার থেকেই বন্ধ থাকবে কলকাতার একাধিক রাস্তা, ভোগান্তি এড়াতে বাইরে বেরোনোর আগেই জেনে নিন বিকল্প রুট

আগামীকাল, রবিবার কলকাতা পুলিশের উদ্যোগে আয়োজন করা হয়েছে একটি হাফ ম্যারাথনের। এর জেরে আজ, শনিবার থেকেই কলকাতার নানান রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। কাজেই, আজ থেকে কলকাতার অনেক রাস্তাই বন্ধ থাকবে বলে জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে।

কলকাতা পুলিশ সূত্রে খবর, হাফ ম্যারাথন উপলক্ষ্যে আগামীকাল, রবিবার মধ্য এবং দক্ষিণ কলকাতার বেশ কিছু রাস্তা বন্ধ থাকবে। শনিবার রাত থেকেই অনেক রাস্তায় যান নিয়ন্ত্রণ শুরু হবে। নানান রাস্তা বন্ধ থাকার জেরে বিকল্প কোন রাস্তা ব্যবহার করা যাবে, তা জানিয়ে দিল কলকাতা পুলিশ।   

জানা গিয়েছে, আজ, শনিবার রাত ১০টা থেকে রবিবার বেলা ১২টা পর্যন্ত রেড রোডের উত্তর এবং দক্ষিণমুখী রাস্তা বন্ধ থাকবে। তবে যান চলাচল স্বাভাবিক থাকবেমমেয়ো রোড-ডাফরিন রোড-আউট্রাম রোড-জওহরলাল নেহরু রোড বা স্ট্র্যান্ড রোডে। শনিবার রাত ১২টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে এজেসি বোস রোড ফ্লাইওভার, মা ফ্লাইওভারের পূর্ব এবং পশ্চিমমুখী রাস্তা। অন্যদিকে আবার পার্ক স্ট্রিট অথবা শেক্সপিয়ার সরণি, পার্ক সার্কাস কানেক্টর, দরগা রোড, ৪ নম্বর রেল ব্রিজ খোলা থাকবে বলে জানা গিয়েছে।

আগামীকাল, রবিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হতে পারে পূর্বমুখী এজেসি বোস রোডে। এই সময় যদি এজেসি বোস রোড বন্ধ থাকে, তাহলে এই সময়টায় ডিএল খান রোড, হরিশ মুখার্জী রোড, এসএন পণ্ডিত স্ট্রীট খোলা থাকবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

আবার রবিবার ভোর ৪টা থেকে বেলা ১২টা পর্যন্ত এসপ্ল্যানেড র‌্যাম্পের বন্ধ থাকবে। এজেসি বোস র‌্যাম্প খোলা থাকবে। খিদিরপুর রোডের বদলে ব্যবহার করা যাবে সেন্ট জর্জেস রোড অথবা স্ট্র্যান্ড রোড। এদিকে কিংসওয়ের এবং অকল্যান্ড রোডের বদলে কিরণশঙ্কর রায় রোড দিয়ে যান চলাচল জারি থাকবে। কুইনসওয়ের বদলে ক্যাথিড্রাল রোড অথবা জওহরলাল নেহরু রোড এবং কাসুয়ারিনা অ্যাভিনিউয়ের বদলে আউট্রাম রোড-জওহরলাল নেহরু রোড ব্যবহার করতে হবে বলে জানিয়েছে পুলিশ।

কলকাতা পুলিশের তরফে খবর, রবিবার ভোর ৪টে থেকে বেলা ১২টা পর্যন্ত রাসবিহারি অ্যাভিনিউ, এজেসি বোস রোডের হেস্টিংস ক্রসিং থেকে মল্লিকবাজার ও জওহরলাল নেহরু রোডে মালবাহী গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Back to top button
%d bloggers like this: