কলকাতা

WB Election 2021: আজ মোদীর ব্রিগেড! চূড়ান্ত পর্বের প্রস্তুতি তুঙ্গে, ভোররাত থেকেই ব্রিগেডে সমাগম বিজেপি সমর্থকদের

আজ ব্রিগেডে মহা সমাবেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ব্রিগেড গ্রাউন্ড ভরাতে মরিয়া বিজেপি। রাত থেকেই হাওড়া, শিয়ালদা থেকে ব্রিগেডে ভিড় জমাতে শুরু করেছে বিজেপি সমর্থকরা। আজকের ব্রিগেডে থাকছে প্রচুর চমক।

আজকের এই ব্রিগেড সভা থেকেই মোদী ভোটযুদ্ধের চূড়ান্ত প্রচারের সূচনা করবেন। তাই এদিন প্রধানমন্ত্রী সভায় কী কী ভাষণ দেন, সেদিকেই তাকিয়ে গোটা বাংলা। এবারের নির্বাচনে বাংলার মসনদ জিততে মরিয়া বিজেপি। এই কারণেই চলছে দফায় দফায় সভা-সমিতি। কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা বারবার রাজ্যে এসেছেন ভোট প্রচারের লক্ষ্যে। তবে আজ ব্রিগেডে এই সমাবেশ সবকিছুর ঊর্ধ্বে।

আরও পড়ুন- দিদির ‘Important Person’ বলাগড়ের প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী অভিযুক্ত যৌন হেনস্থায়, জমা পড়ছে প্রমাণের স্ক্রীনশট!

এদিন ব্রিগেডে প্রধান বক্তা মোদী। এই কারণে শহরে ও ব্রিগেড গ্রাউন্ডে নিরাপত্তা ব্যবস্থা বেশ আঁটোসাঁটো করা হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। ব্রিগেডে প্রধান বড় মঞ্চতে থাকবেন প্রধানমন্ত্রী-সহ অন্যান্য প্রভাবশালী নেতা-মন্ত্রীরা। এই মঞ্চের দু’পাশে ৫০ মিটার দুরত্বে আরও দুটি মঞ্চ রয়েছে। সেখানে থাকবেন আঞ্চলিক বিজেপি নেতা ও সংবাদমাধ্যম।

আরও পড়ুন- প্রকাশ হল বিজেপির প্রার্থী তালিকা, কারা কারা আছে এই তালিকায়, দেখে নিন-

আজ একদিকে যখন ব্রিগেডে সভা করবেন মোদী, ঠিক তখনই শিলিগুড়িতে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে নামবেন তৃণমূল সুপ্রিমো। তবে, আজকের প্রধান আকর্ষণ যে মোদীর ব্রিগেডই হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Back to top button
%d