রাজ্য

WB Election 2021: আসানসোল দক্ষিণে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, মমতার সিদ্ধান্তে চূড়ান্ত কোন্দল তৃণমূলের অন্দরে

গত শুক্রবারই তৃণমূলের রতফে ঘোষণা করা হয়েছে  আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা। এবারের তৃণমূলের প্রার্থী তালিকায় তারকাদের ছয়লাপ। অনেক কেন্দ্রেই অনেকদিনের পুরনো বিধায়ককে সরিয়ে সেখানে আনা হয়েছে নতুন মুখ। এবারে  আসানসোল দক্ষিণ থেকে নির্বাচনের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। এই নিয়ে তৃণমূলের অন্দরেই দেখা গিয়েছে বিক্ষোভ। দানা বেঁধেছে দ্বন্দ্ব।

সায়নী ঘোষকে আসানসোল দক্ষিণের প্রার্থী মনোনীত করা একেবারেই ভালো চোখে দেখছেন না সেখানকার তৃণমূল কর্মী-সমর্থকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত নিয়ে দু’দলে ভাগ হয়ে গিয়েছে আসানসোল দক্ষিণের তৃণমূল দল।

আরও পড়ুন- প্রকাশ হল বিজেপির প্রার্থী তালিকা, কারা কারা আছে এই তালিকায়, দেখে নিন-

একদিকে যখন দেখা গেল বল্লভপুরে সায়নী ঘোষের নামে দেওয়াল লিখন চলছে, ঠিক তখনই বীরাপুরে দলীয় কার্যালয়ের সামনে সায়নী ঘোষ প্রার্থী হওয়ার জন্য বিক্ষোভ দেখালেন ৯৬ নং ওয়ার্ডের তৃণমূলের বিদায়ী কাউন্সিলর ও প্রাক্তন মেয়র পারিষদ লক্ষ্মণ ঠাকুরের অনুগামীরা। তাদের দাবী, স্থানীয় কাউকে প্রার্থী না করে কোনও ‘বহিরাগত’-কে কেন প্রার্থী করা হল। সায়নী ঘোষের বিরুদ্ধে মোর্চাও শুরু করেন তারা।

২০১১ ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ থেকে জেতেন তাপস বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁকে এবার রানীগঞ্জ কেন্দ্রের প্রার্থী করা হয়েছে। এই বিষয়ে তিনি বলেন, “কোথাও কোনও অভিযোগ শুনতে হবে না যে আগের যিনি বিধায়ক ছিলেন তিনি মিথ্যে কথা বলে চলে গিয়েছেন বা চাকরি নিয়ে অন্য জায়গায় চলে গিয়েছেন। আমার সম্বন্ধে কোনও বিড়ম্বনার কথা বর্তমান প্রার্থীকে শুনতে হবে না”।

তৃণমূলের এই অন্তর্কলহের জন্য গেরুয়া শিবির কটাক্ষও করেছে। বঙ্গ বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়ের কথায় জনগণ মানুষের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই কারণেই মুখ্যমন্ত্রী স্থানীয় প্রার্থীদের উপর বিশ্বাস রাখতে পারেননি। সায়নী ঘোষ যে হিন্দু দেবদেবীদের অপমান করেন, তাঁকে ভোটের টিকিট দেওয়া হল। আসানসোলের মানুষ এরকম এক মহিলাকে মেনে নিতে পারবেন না বলে মনে করেন তিনি।

আরও পড়ুন- দিদির ‘Important Person’ বলাগড়ের প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী অভিযুক্ত যৌন হেনস্থায়, জমা পড়ছে প্রমাণের স্ক্রীনশট!

আসলে ২০১৯-এর লোকসভা ভোটে আসানসোল দক্ষিণ কেন্দ্রে ৫৩ হাজার ৮২০ ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। এই ব্যবধান ঘোচাতেই তৎপর হয়েছে তৃণমূল। তবে ময়দানে নামার আগেই যদি সায়নীকে এই বিক্ষোভের মুখে পড়তে হয়, তাহলে বিধানসভা নির্বাচনের জন্য তা কতটা ফলপ্রসূ হবে, এখন সেটাই দেখার।

Back to top button
%d bloggers like this: