লজ্জাজনক! টানা ১০ বছর ধরে দুই নাবালিকাকে লাগাতার ধ’র্ষ’ণ কলকাতার হোমে, গ্রেফতার হোমের মালিক-সহ ৩

লজ্জাজনক এক ঘটনার কথা উঠে এল খাস কলকাতা থেকেই। কলকাতার হোমের মধ্যেই টানা ১০ বছর ধরে দুই দৃষ্টিহীন নাবালিকাদের লাগাতার ধ’র্ষ’ণের অভিযোগ উঠল। এই ঘটনায় ওই হোমের মালিক-সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। হোমের বাকি আবাসিকদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে হরিদেবপুরের একটি হোমে। যেখানে শিশু-কিশোরদের সবথেকে নিরাপদে থাকার কথা, সেই আশ্রয়ই নিগৃহীতা দুই নাবালিকার কাছে কাছে যেন এক বিভীষিকাময় জায়গায় পরিণত হয়েছিল। সূত্রের খবর, একটি স্বেচ্ছাসেবী সংস্থা হোমটির পরিচালনার দায়িত্বে রয়েছে। সেখানেই টানা ১০ বছর ধরে দুই নাবালিকাকে ধ’র্ষ’ণ করে করা হচ্ছিল। আরও এক নাবালিকা যৌন হেনস্থার শিকার হচ্ছিল।
দীর্ঘদিন ধরে এই নির্যাতন সহ্য করছিল নাবালিকারা। তবে জানা গিয়েছে, ওই স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমেই তিন নাবালিকা অভিযোগ জানায় শিশু সুরক্ষা কমিশনে। এরপরই গতকাল, বৃহস্পতিবার ওই হোমে অভিযান চালায় পুলিশ।
নাবালিকাদের যৌ’ন হেনস্থা ও ধ’র্ষ’ণের অভিযোগে ওই হোম থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজন ওই হোমের মালিক। আর বাকি দু’জন প্রিন্সিপ্যাল ও রাঁধুনি। হোমের বাকি আবাসিকদের অন্য হোমে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
কী জানাচ্ছেন হোমের আবাসিকরা?
এই হোমের আবাসিকদের কথায়, এই হোমে শিশুদের অবহেলার চোখে দেখা হত। কিছুদিন আগে এই হোমের আবাসিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক শিশুর। আবার একজন তিন তলার ছাদ থেকে পড়ে গিয়ে আহত হয়। এই বিষয়ে হোমের কর্মীদের প্রশ্ন করা হলে তারা জানান, যারা মেয়েদের বিভাগে কাজ করতেন, তাদের মধ্যে বেশিরভাগই কাজ ছেড়ে দিয়েছেন, নতুন লোক এসেছে এখন হোমে।