হাসপাতালের মধ্যেই ধ’র্ষ’ণ প্রসূতিকে, বাধা দেওয়ায় খু’নের চেষ্টা, বড়সড় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল কলকাতার হাসপাতালে

এক প্রসূতিকে ধ’র্ষ’ণের অভিযোগ উঠল কলকাতার হাজরা চিত্তরঞ্জন সেবাসদনে। ধ’র্ষ’ণে বাধা দেওয়ায় ওই মহিলাকে খু’ন করারও চেষ্টা করে দুষ্কৃতী, এমন অভিযোগও উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল, বুধবার বিকেল চারটে নাগাদ। আর নারকীয় ঘটনা ঘটানোর পরও হাসপাতালের নিরাপত্তাকে ফাঁকি দিয়ে পালায় ওই অভিযুক্ত। প্রথমে ঘটনাটিকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। তবে রাতের দিকে স্পষ্ট হয় বিষয়টি।
কী অভিযোগ উঠেছে?
সূত্রের খবর, মাতৃসদনের ছাদে গিয়েছিলেন মহিলা। সেই সময়ে ফাঁকা ছাদে মহিলাকে ধ’র্ষ’ণের চেষ্টা করে আততায়ী। কিন্তু বাধা দেওয়ায় দেওয়ালে মাথা ঠুকে দেয়।
হাসপাতাল কর্তৃপক্ষ ওই মহিলাকে এসএসকেএম হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। মহিলার মাথায় আঘাত লেগেছে বলে খবর। সূত্রের খবর, চিকিৎসার পর ভবানীপুর থানায় ওই মহিলা অভিযোগ দায়ের করেন বলে।
এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। সিসিটিভি ও নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে ওই মহিলা ছাদে গেলেন কীভাবে? আর প্রসূতিদের জন্য নির্দিষ্ট ওই হাসপাতালে বহিরাগতই বা ঢুকল কীভাবে, সে নিয়ে উঠেছে প্রশ্ন।
সূত্রের খবর, পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। নিরাপত্তারক্ষীদের সঙ্গেও কথা বলছে পুলিশ। এত বড় একটা ঘটনার পরও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।