ভিডিও দেখার সময় বিস্ফোরণ Redmi ফোনে, ফোন ফেটে মৃত্যু আট বছরের নাবালিকার, প্রশ্নের মুখে শাওমি

মোবাইলে ভিডিও দেখার সময় ঘটল ভয়ানক বিস্ফোরণ। ফোন ফেটে মৃত্যু বছর আটেকের নাবালিকার। নাম আদিত্যশ্রী। তৃতীয় শ্রেণীর ছাত্রী সে। মুখের কাছে মোবাইল ফোনটি ফাটায় ঘটনাস্থলেই মৃত্যু হয় নাবালিকার। ঘটনাটি ঘটেছে কেরলের তিরুভিলভামালায়।
প্রাথমিকে তদন্তের পর জানা গিয়েছে চীনা সংস্থা ‘শাওমি’-র রেডমি ফোনে ভিডিও দেখছিল ওই নাবালিকা। সেই সময় তার মুখের সামনেই ফাটে ফোনটি। ব্যাটারি অত্যধিক গরম হয়ে জাওাত কারণে এই বিস্ফোরণ ঘটেছে বলে অনুমান তদন্তকারীদের।
এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে ফোন নির্মাণকারী সংস্থা ‘শাওমি’। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থার মুখপাত্র। তিনি বলেন, “ক্রেতাদের সুরক্ষার কথা মাথায় রেখেই ফোন তৈরি করে শাওমি। এই ধরনের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। এই কঠিন সময়ে আমরা নিহত কিশোরীর পরিবারের পাশে রয়েছি। তাঁদের সমস্ত ধরনের সাহায্য করা হবে। কেন এই ঘটনা ঘটল, খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে”। এই ঘটনায় স্থানীয় পুলিশের তরফে একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগেও চিনা সংস্থা ‘শাওমি’-র রেডমি মডেলের মোবাইল ফোনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত বছর ডিসেম্বরে উত্তরপ্রদেশে এই সংস্থারই স্মার্টফোন ফেটে গুরুতর আহত হয় ১৩ বছরের এক কিশোর। পরিবারের অভিযোগ, রেডমি-র মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ ঘটে। এর জেরে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিল ওই নাবালক।
চারমাসের ব্যবধানে ফের এমন বিস্ফোরণের ঘটনা ঘটায় প্রশ্নের মুখে পড়েছে চীনা সংস্থাটি। স্মার্টফোনে বারবার এমন বিস্ফোরণ ঘটায় প্রযুক্তিবিদরা কিছু সতর্কতা মেনে চলার কথা বলছেন বারবার।
এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল ফোন চার্জের সময় ফোন ব্যবহার না করা। চার্জিংয়ের সময় ফোনের তাপমাত্রা দ্রুত বাড়তে থাকে, ফলে সেই সময় গেম খেললে বা ভিডিও দেখলে ফোনে বিস্ফোরণের সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও, ফোন চার্জিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট ফোনে নির্দিষ্ট চার্জার ব্যবহার করার কথা বলছেন প্রযুক্তিবিদরা। চার্জার যদি হারিয়েও যায়, তাহলে ফোনের মডেল নম্বর দেখে সেই ফোনেরই চার্জার কিনে ব্যবহার করার কথা বলা হচ্ছে।