দেশ

ফের বিতর্কে হাথরাস! নির্যাতিতার বাবাকে খুন শ্লীলতাহানিতে অভিযুক্ত যুবকের, কঠোর পদক্ষেপের নির্দেশ দিল যোগী সরকার

ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এল হাথরাস। গত বছর উত্তরপ্রদেশের হাথরাসে এক দলিত তরুণীকে গণধর্ষণ ও হত্যার অভিযোগে প্রবল বিতর্কে জড়ায় এই জেলা। এরপর রাতের অন্ধকারে তরুণীর পরিবারকে না জানিয়েই তাঁর মরদেহ পুড়িয়ে দেয় পুলিশ যা গোটা দেশে আলোড়ন সৃষ্টি করে।

এরপর ফের একবার উত্তাল হল হাথরাস। এক তরুণীর শ্লীলতাহানিতে অভিযুক্ত ছিল যুবক গৌরব শর্মা। এরপর সেই নির্যাতিতার বাবাকে গুলি করে খুন করল ওই অভিযুক্ত যুবক। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ নিল যোগী সরকার।

আরও পড়ুন- হঠাৎই ইস্তফা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, ফের সরগরম রাজ্য রাজনীতির অন্দরমহল!!!

ঘটনাটি কী? জানা গিয়েছে, ২০১৮ সালে এক তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে অভিযুক্ত গৌরব শর্মার বিরুদ্ধে। ঘটনা জানার পর নির্যাতিতার বাবা পুলিশে অভিযোগ জানায়। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। তবে মাসখানেকের মধ্যেই  জামিনে ছাড়া পেয়ে যায় সে। সেই থেকেই দুই পরিবারের অশান্তি চরমে ওঠে। কিন্তু গতকাল তা ভয়ঙ্কর রূপ নেয়।

জানা গিয়েছে, গতকাল বিকেলে নির্যাতিতা ও তাঁর বোন মন্দিরে যান পুজো দিতে। সেই সময় অভিযুক্তের স্ত্রী ও কাকিমাও সেখানে যান। দু’পক্ষের মধ্যে শুরু হয় ঝগড়া। পরে গৌরব ও নির্যাতিতার বাবাও সেখানে পৌঁছন। গৌরবের সঙ্গে আরও কিছু লোকজন ছিল বলে জানা গিয়েছে। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর আচমকাই নির্যাতিতার বাবার দিকে গুলি চালায় গৌরব। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই গৌরবের পরিবারের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় এক সাংবাদিকের তোলা একটি ভিডিওতে দেখা গিয়েছে যে নির্যাতিতা তরুণী স্থানীয় থানায় গিয়ে এই ঘটনার ন্যায় বিচার চাইছেন। তাঁর অভিযোগ, প্রথমে তাকে শ্লীলতাহানি, তারপর তাঁর বাবাকে খুন। এর ন্যায় বিচার চান তিনি। তিনি এও বলেন যে তাঁর বাবার সঙ্গে অন্য কারোর কোনও শত্রুতা ছিল না।

আরও পড়ুন- ভাঙড়ে আব্বাস সিদ্দিকির দল আইএসএফ কর্মীর বাড়ি থেকে উদ্ধার বোমা, আগ্নেয়াস্ত্র, ধৃত ১ 

ইতিমধ্যেই, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তাদের। এই ঘটনার সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধেই জাতীয় সুরক্ষা আইনে মামলা দায়ের করার নির্দেশও দেন তিনি।

Back to top button
%d bloggers like this: