রাজ্য

মোদী ম্যানিয়ায় মজতে চলেছে বঙ্গে বিজেপির ব্রিগেডের মঞ্চ! রাজ্যে ২০টি সভা করার কথা প্রধানমন্ত্রী’র

৭ই মার্চ কলকাতা কি স্তব্ধ করার সংকল্প নিয়েছেন বিজেপি কর্মীরা।

বাম-কংগ্রেসের যৌথ ব্রিগেডে জন প্লাবন দেখেছে রাজ্য! আনন্দে গদগদ হয়েছেন একসময় রাজ্যশাসনকারী এই বিরোধী দল দুটি।

তবে এবার অপেক্ষা ৭ই মার্চের।‌ হুগলির সাহাগঞ্জ’এর সফল সভার  পর এবার নরেন্দ্র মোদীর পরবর্তী লক্ষ্য কলকাতার ব্রিগেড সমাবেশ। দেশের নজর থাকবে প্রধানমন্ত্রীর এই জনসভার ওপর। আর তা সফল করতে পুরো উদ্যমে নেমে পড়েছে রাজ্য বিজেপি। ১০লক্ষ মানুষকে এই ব্রিগেডের ময়দানে শামিল করে ইতিহাস সৃষ্টির চেষ্টায় রয়েছে বিজেপি শিবির।

সূত্রে খবর, ২০২১-এর ভোটযুদ্ধ জিততে ব্রিগেডের সভায় ১০ লক্ষ জমায়েতের টার্গেট নিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তাই রাজ্যের ৭৮ হাজার বুথের প্রতি বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন রাজ্য বিজেপি নেতারা।

আরও পড়ুন- বাম-কংগ্রেসের সঙ্গে আব্বাস সিদ্দিকির জোটকে বিষাক্ত শক্তি বলে কটাক্ষ বিজেপির শমীক ভট্টাচার্যের

সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের সমস্ত বাড়িতে আমন্ত্রণপত্র নিয়ে হাজির হবেন স্বয়ং বিজেপি রাজ্য নেতারা। নরেন্দ্র মোদীর ব্রিগেডে যাওয়ার আমন্ত্রণ পৌঁছে যাবে বাংলায় প্রত্যেকটা ঘরে ঘরে। শুধু বাড়ি বাড়ি আমন্ত্রণই পৌঁছেই শেষ নয়, ফোন করেও প্রধানমন্ত্রীর ব্রিগেডের জনসভায় আসার আমন্ত্রণ বার্তা পাঠাবে বিজেপি। তাতে বলা হবে, বাংলার পরিবর্তন আনার লড়াইয়ে আপনিও শামিল হয়ে ব্রিগেডের সমাবেশকে ঐতিহাসিক করে তুলুন।

গেরুয়া শিবিরের লক্ষ্য ৭ই মার্চ সবার নজর যাতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আটকে থাকে। মোটামুটি এই উদ্যোগকে সফল করতে আজ বুধবার থেকেই ঝাঁপিয়ে পড়ছে রাজ্য বিজেপি l

গতকাল অর্থাৎ মঙ্গলবার দলের হেস্টিংস অফিসে ব্রিগেডের সভার ব্রিগেডের প্রস্তুতি নিয়ে বিজেপি-র কোর কমিটির সদস্যদের গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে বিজেপি সূত্রে জানা গেছে।

আরও পড়ুন- BIG NEWS: হঠাৎই ইস্তফা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, ফের সরগরম রাজ্য রাজনীতির অন্দরমহল!!!

কলকাতায় ব্রিগেডে মোদীর সভা উপলক্ষে গ্রামে গ্রামে বসবে জায়ান্ট স্ক্রিন। সেখানে দেখানো এবং শোনানো হবে নরেন্দ্র মোদীর বক্তব্য । সেইসঙ্গে ব্রিগেডের প্রস্তুতির জন্য গ্রামে গ্রামে বাইক মিছিল করবে যুব মোর্চা কর্মীরা । প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে দলের কলকাতা জেলার উপর। রাজ্যজুড়ে দলের যে পাঁচটি রথযাত্রা চলছে তার সমাপ্তিও হবে ৭ই মার্চের ব্রিগেড সমাবেশে । দু’ কোটি মানুষের কাছে রথ পৌঁছনোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

একইসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলার হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে ব্রিগেড ছাড়াও রাজ্য ২০টি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও রাজ্য বিজেপির তরফ থেকে ৩০টি সভার দাবি জানানো হয়েছে। যদিও প্রধানমন্ত্রীর দফতর এখন‌ও পর্যন্ত ২০টি সভার সবুজ সংকেত দিয়েছে।

Back to top button
%d bloggers like this: