দেশ

মনের জোরই আসল শক্তি! অ্যাসিড হামলায় হারিয়েছিল দৃষ্টিশক্তি, এবার সিবিএসই-র দশমের পরীক্ষায় ৯৫ শতাংশ নম্বর পেল কাফি

লড়াই করেই বাঁচতে হবে। এটাই জীবনের আসল মন্ত্র হয়ে উঠেছিল বছর ১৬-এর কাফির। আর এই লড়াইয়ের জেরেই মিলল দারুণ সাফল্য। সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষায় ৯৫ শতাংশ নম্বর পেয়ে সকলকে চমকে দিয়েছে সে।

কাফির বয়স যখন মাত্র ৩ বছর, সেই সময় এক দুর্বিষহ ঘটনা ঘটে তার সঙ্গে। হরিয়ানার গ্রামে নিজের বাড়ির সামনেই খেলা করছিল ছোট্ট কাফি। তিন বছরের সেই ছোট্ট মেয়েটির মুখে অ্যাসিড ছুঁড়ে পালায় দুষ্কৃতীরা। সেই হামলার জেরেই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে কাফি।

তবে হার মানেন নি কাফির মা-বাবা। সঙ্গে লড়াই চালিয়েছে কাফি নিজেও। মেয়েকে ভালোভাবে পড়াশোনা করানোর জন্য হরিয়ানা ছেড়ে চণ্ডীগড় চলে আসেন কাফির মা-বাবা। সিবিএসই বোর্ডে ভর্তি করান তাকে। দৃষ্টিহীনদের ১৬ নম্বর সেক্টরের ছাত্রী ছিল কাফি। গতকাল, শুক্রবার সিবিএসই ফল বের হতে দেখা যায় যে বোর্ড পরীক্ষায় ৯৫ শতাংশ নম্বর পেয়েছে সে।

সংবাদমাধ্যমে কাফি বলেন, “যে দু’জন আমায় অ্যাসিড ছুড়ে দৃষ্টি কেড়েছিল, তারা জেল থেকে ছাড়াও পেয়েও গিয়েছে বলে শুনেছি। কিন্তু আমি ঠিক করেছি, আমায় নিজেকে প্রমাণ করে যেতে হবে। দৃষ্টি হারানো যেন বাধা না হয়। সেভাবেই পড়েছি”।

মেয়ের জন্য খুবই গর্বিত কাফির মা-বাবাও। তাতা বলেন, “ভেবেছিলাম মেয়েটাকে বাঁচানোই যাবে না। সেই মেয়ে আজকে গোটা দেশের সামনে আমাদের গর্বিত করল”। আইএএস অফিসার হতে চায় কাফি, এমনটাই জানিয়েছে সে।

Back to top button
%d bloggers like this: