রাজ্য

তৃণমূলকে আক্রমণ শানাতে একই পোস্টার দিল সিপিএম-বিজেপি, তবে কী পঞ্চায়েত নির্বাচনে বাম-রাম জোট? তুমুল চাঞ্চল্য ঘাটালে

সিপিএম ও বিজেপির তরফে একই পোস্টার পড়ল এলাকাজুড়ে। পোস্টারের ভাষা হুবহু এক। তৃণমূলকে শানাতে একই পোস্টার সিপিএম ও বিজেপির। এর থেকেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাম-বাম জোটের যেন ইঙ্গিত মিলল। শুধু কী পোস্টারের ভাষা, এই পোস্টারের ব্যাখ্যা দিতেও একই ধরণের মন্তব্য শোনা গেল দুই দলের নেতাদের মুখ থেকেও। এমন ঘটনায় বেশ হইচই পড়ে গিয়েছে ঘাটালের মনোহরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

দুই রাজনৈতিক দলের নেতাদের কথাতেও যেন কেমন একটা অদ্ভুত মিল। পঞ্চায়েত নির্বাচনে কী তবে জোট বাঁধতে চলেছে সিপিএম-বিজেপি? এই নিয়ে ঘাটালে এখন রাজনৈতিক তরজা তুঙ্গে। ঘাটালের মনোহরপুর গ্রামে একই ভাষার পোস্টার নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন ঘাটাল ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাজি।

তিনি বলেন, “একই ভাষার পোস্টার ঘিরে কি মনে হয় না সিপিএম ও বিজেপি তলে তলে জোট বাঁধছে? এটা তো জলের মতো পরিষ্কার, একই ভাষায় পোস্টার দিয়ে তৃণমূলকে আক্রমণ করছে দুই দল। তার মানে তলে তলে জোট বাঁধছে সিপিএম ও বিজেপি। এতে তো আমাদেরই সুবিধা হল। যা এতদিন ছিল গোপনে, তা এখন প্রকাশ্যে এসে গেল। কেবলমাত্র ভোটের স্বার্থে একটি সাম্প্রদায়িক দলের সঙ্গে জোট বাঁধছে সিপিএম। সিপিএমের সেই আদর্শ আজ কোথায়”?

এই মনোহরপুর গ্রামে সাদা-কালো পোস্টারে লেখা, ‘চোর তাড়াও, গ্রাম বাঁচাও’ আর পোস্টারের নীচে লেখা সিপিআইএম। আর অন্যদিকে আবার লাল-হলুদ পোস্টারে লেখা, ‘চোর তাড়াও, গ্রাম বাঁচাও আর সেই পোস্টারের নীচে লেখা বিজেপি। এই দুই ধরণের পোস্টারই মনোহরপুর এলাকায় ছেয়ে গিয়েছে। আর তা দেখেই তৃণমূলের তরফে দাবী করা হচ্ছে যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাম ও রাম জোট বাঁধতে চলেছে।

যদিও তৃণমূলের এই দাবীকে উড়িয়ে দিয়েছে বিজেপি ও সিপিএম দু’জনেই। মনোহরপুর গ্রামের সিপিএম নেতা তথা এরিয়া কমিটির সম্পাদক সমীর হাজরা এই বিষয়ে বলেন, “আমরা অনেক আগে থেকেই গ্রাম গ্রামে চোর তাড়াও গ্রাম বাঁচাও স্লোগান তুলে মিটিং মিছিল করেছি। ১০০ দিনের কাজের প্রকল্প থেকে শুরু করে আবাস যোজনা, শৌচাগার-সহ সমস্ত সরকারি প্রকল্পে তৃণমূল নেতারা লক্ষ লক্ষ টাকা চুরি করেছে। ভুয়ো জব কার্ড দেখিয়ে লক্ষ লক্ষ টাকা লুঠ করেছে তৃণমূল নেতারা। আমরা বারবার বলছি, চোর না তাড়ালে গ্রামের উন্নয়ন হবে না। এই স্লোগান সারা রাজ্যে চলছে। বিজেপি কেন ওই ধরনের পোস্টার দিল তা তো বলতে পারব না। আর তৃণমূল যে জোটের কথা বলছে তা ওঁদের আতঙ্কের বহিঃপ্রকাশ। বিজেপির সঙ্গে আমাদের কাল্পনিক জোটের প্রচার করে আত্মসুখ পেতে চাইছে তৃণমূল”।

অন্যদিকে আবার ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট এই বিষয়ে বলেন, “সিপিএমের সঙ্গে কোন দুঃখে জোট করতে যাব আমরা? আমরা বলছি এমন কোনও সরকারি প্রকল্প নেই যেখানে তৃণমূল নেতারা চুরি করেনি। আবাস থেকে ভুয়ো জব কার্ড, একশো দিনের কাজের প্রকল্প- সবেতেই চুরি করেছে তৃণমূল। তাই গ্রামের যতটা উন্নয়ন হতো, তা হয়নি। তাই আমরা বলছি চোর তাড়াও গ্রাম বাঁচাও। গ্রাম বাঁচাতে হলে চোর তাড়াতে হবে। যেটা সত‌্য সবাই তো একই বলবে। সেটা সিপিএম বা বিজেপি বা কংগ্রেস বা তৃণমূলের প্রশ্ন নয়। সত‌্য সত‌্যই”।

Back to top button
%d bloggers like this: