দেশ

জিতেছিলেন ৫ কোটি, তারপরই খোয়ালেন ৫৮ কোটি, অনলাইন জুয়ার ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়ে পথে বসলেন যুবক

অনলাইন জুয়ার ফাঁদে পড়ে কার্যত ভিখারির দশা হল যুবকের। বিপুল অঙ্কের অর্থ খুইয়ে পথে বসলেন ব্যবসায়ী। অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে প্রথমে ৫ কোটি টাকা জিতেছিলেন। কিন্তু পরে তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ৫৮ কোটি টাকা। এই ঘটনায় পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত পলাতক।

ঠিক কী ঘটেছে?

সূত্রের খবর, অনন্ত জৈন নামের এক যুবক নাগপুরের এক ব্যবসায়ীকে অনলাইন গেমের ফাঁদে ফেলে। তারপর তাঁর কাছ থেকে প্রথমে ৮ লক্ষ টাকা হাতায় সে। অনলাইন গেমিংয়ের একটি অ্যাপ তৈরির প্রস্তাব দিয়ে প্রথম সেই ব্যবসায়ীকে রাজি করায় অনন্ত। প্রথমে অল্প সন্দেহ প্রকাশ করলেও, পরে সেই জালিয়াতের পাতা ফাঁদে পা দেন নাগপুরের সেই ব্যবসায়ী।

জানা গিয়েছে, এরপর ধাপে ধাপে ৫৮ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয় ওই ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে। বিপদ বুঝে পুলিশে খবর দেন ওই ব্যবসায়ী। কিন্তু অনন্ত জৈনকে ধরা যায়নি। গা ঢাকা দিয়েছে সে। পুলিশের অনুমান, হাতানো টাকা দিয়ে সে দুবাই পালাতে পারে।

এই ঘটনার সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির কাছ থেকে নগদ ১৪ কোটি টাকা, সোনার গয়না সহ আরও নানা মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত এখনও ফেরার। বাকি অর্থ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Back to top button
%d bloggers like this: