দেশ

বড় খবরঃ গরু পাচার মামলায় এবার অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করল ইডি

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে এবার গ্রেফতার করল ইডি। আজ, বুধবার সুকন্যাকে দিল্লির ইডি দফতরে তলব করা হয়েছিল। বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। কিন্তু কোনও প্রশ্নেরই কোনও সদুত্তর দেন নি সুকন্যা। এরপরই তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা।

গরু পাচার মামলায় এর আগে একাধিকবার দিল্লিতে তলব করা হয়েছিল সুকন্যাকে। কিন্তু প্রতিবার হাজিরা এড়িয়ে যান তিনি। কোনও না কোনও অজুহাত দেখিয়ে দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেন নি সুকন্যা। শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করল ইডি।

গরু পাচার মামলায় ইতিমধ্যেই তিহাড় জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। গ্রেফতার হয়েছেন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন ও হিসাবরক্ষক মণীশ কোঠারিও। তারাও তিহাড় জেলেই রয়েছেন। এবার গ্রেফতার হলেন সুকন্যাও। তাঁকে নিয়ে এবার ইডির পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেটাই দেখার।

Back to top button
%d bloggers like this: