দেশ

বড় সুখবর! খুব শীঘ্রই রেলের টিকিটে মিলতে পারে বড় ছাড়! জারি নতুন নিয়ম

পূর্বে মহিলাদের বয়স ৫৮ বছর এবং পুরুষদের বয়স ৬০ বছর হলে ভাড়ায় ‘প্রবীণ’ হিসাবে ট্রেনের টিকিটে ছাড় পেতেন। কিন্তু করোনা কালে সেই কোটা তুলে নেয় রেল। সেই ব্যবস্থা পুনরায় ফিরতে চলেছে তবে নতুন নিয়ম সমেত।

জানা যাচ্ছে, নতুন কিছু শর্ত আরোপ করে প্রবীণদের দূরপাল্লার টিকিটের ভাড়ায় ছাড় মিলতে পারে। তবে সেই ব্যবস্থায় থাকছে নতুন কিছু নিয়ম বা শর্ত। রেল জানিয়ে দিয়েছে, ভাবনাচিন্তা চললেও কোনও কিছুই এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি।

রেল সূত্রে খবর, সম্প্রতি রেল এই বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। করোনা পরিস্থিতির আগে মহিলাদের বয়স ৫৮ বছর এবং পুরুষদের ৬০ বছর হলে ভাড়ায় ‘প্রবীণ’ হিসাবে ছাড় পেতেন। মহিলারা ৫০ শতাংশ এবং পুরুষেরা ৪০ শতাংশ ছাড় পেতেন ভাড়ায়। ২০২০ সালে যা বন্ধ হয়ে যায়।

তবে প্রবীণদের ছাড় ফেরানো হলেও তাতে থাকবে দু’টি শর্ত। পুরুষ বা মহিলার বয়স ৭০ বছর হলে তবেই মিলবে ছাড়। কতটা ছাড় মিলবে সেই নিয়ে কোনও চিন্তা ভাবনা হয়নি। এমনকি শোনা যাচ্ছে, আগামীতে প্রবীণদের ছাড় শুধু স্লিপার শ্রেণিতেই মিলতে পারে।

Back to top button
%d bloggers like this: