দেশ
ধর্মীয় মেরুকরণের বীজ বপণ করেই বামদুর্গে ফাটল ধরাতে চাইছে বিজেপি! কেরলে ফুটবে কি পদ্ম?

পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন হতে চলেছে দেশে। দেশীয় মিডিয়ায় নির্বাচনের বেশির ভাগ আলোটাই হয়তো কেড়ে নিয়েছে পশ্চিমবঙ্গ। কিন্তু অন্যান্য রাজ্যেও ভোট প্রচার পিছিয়ে নেই। বিজেপি নেতৃত্বধীন এনডিএ জোট এদিন কেরলে তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে।
প্রকাশিত ইস্তেহারের ধর্মীয় মেরুকরণের রাজনীতি স্পষ্ট লক্ষ্য করা গেছে। সবরীমালা মন্দিরের ঐতিহ্য বজায় রাখা থেকে শুরু করে লাভ জিহাদ বিরোধী আইন, বিজেপির ইস্তেহার প্রকাশ পেয়েছে সবটাই। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, মূলত কেরলের শিক্ষিত ভোটারদের মধ্যে ধর্মীয় মেরুকরণের বীজ বুনেই বামদুর্গে পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি কুল।
কি কি দেখা যাচ্ছে কেরলে বিজেপির প্রকাশিত ইস্তেহারে-
এদিন বিজেপির ইস্তেহার প্রকাশ করে প্রকাশ জভড়েকর বলেন, ‘সিপিএমের নেতৃত্বাধীন লেফ্ট ডেমোক্র্যাটিক ফ্রন্ট এবং কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট বিগত বহু দশক ধরে এই রাজ্য শাসন করেছে। এই রাজ্যের মানুষ এবার একটি বিকল্প শক্তির খোঁজে রয়েছে। এবং বিজেপিই হল সেই বিকল্প শক্তি।’ প্রকাশিত ইস্তেহারে বিজেপি দাবি করে, তাঁরা কেরলে সরকার গঠন করতে পারলে কল্যাণমূলক ভাতা বাড়িয়ে মাসে ৩,৫০০ টাকা করে দেওয়া হবে। তাছাড়া প্রতি পরিবারে অন্তত একজনের কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দিয়েছে। এদিন বিজেপির ইস্তেহার প্রকাশ করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জভড়েকর সেরাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের উপর বিশেষ জোর দিয়েছেন।
একইসঙ্গে পদ্ম শিবিরের তরফে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে যে কেরলে তারা ক্ষমতায় এলে এই রাজ্যকে সন্ত্রাস মুক্ত রাজ্য হিসেবে গড়ে তুলবে। কেউ ক্ষুধার্ত থাকবে না। সবরীমালা নিয়ে নয়া আইন আনা হবে, প্রতিটি হাইস্কুল ছাত্র-ছাত্রীকে বিনামূল্যে ল্যাপটপ দেওয়া হবে, লাভ জিহাদ বিরোধী আইন আনা হবে, ভূমিহীন এসসি এবং এসটিদের জন্য ৫ একর করে জমি, বিপিএল পরিবারের জন্য বছরে বিনামূল্যে ৬টি করে গ্যাস সিলিন্ডার।