রাজ্য

WB Election 2021: ‘নিজের পায়ে দাঁড়াতে না, আবার বাংলাকে দাঁড় করাবে কী করে’, মমতাকে বেলাগাম আক্রমণ দিলীপের

মাঝে আর মাত্র দু’দিন। এরপরই আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। আর বেশি দেরী নেই। তাই বেশ জোরকদমে সব রাজনৈতিক দলগুলিই লেগেছে ভোট প্রচারে। ভোর প্রচারে গিয়ে একে অপরকে আক্রমণ শানাতেও পিছপা হচ্ছেন না কেউই। ফের একবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বেলাগাম আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতার পায়ের চোট নিয়ে তাঁকে বিঁধে তিনি বলেন, “যে নিজের পায়ে দাঁড়াতে পারে না, সে আবার বাংলাকে কী করে দাঁড় করাবে?”

আজ, বুধবার বাঁকুড়ার বড়জোড়ায় এক জনসভায় নিজের ভাষণের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুইলচেয়ারে বসে ভোট প্রচার করা নিয়ে আক্রমণ করেন দিলীপ ঘোষ। বলেন, “যারা বলেছিল খেলা হবে, খেলা শুরু হওয়ার আগেই দিদিমণি পা ভেঙে সাইডলাইনের বাইরে। এখন আর খেলতে পারবেন না, কমেন্ট্রি দেবেন, ধারাবিবরণী। কারণ খেলোয়াড় নয়, ধারাবিবরণী হয়ে গেছেন”।

আরও পড়ুন- ক্ষমতায় এলে কে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন অমিত শাহ

শুধু এখানেই থেমে থাকেননি তিনি। আরও বলেন যে ‘দিদিকে বলো’ বলে অনেক পোস্টার পড়েছিল। কিন্তু কেউ ফোন ধরে না। তাঁর দাবী, এখন ‘দিদিকে বলো’ না বলে এখন বলছে দিদিকে ঠেলো। হুইলচেয়ারে বসিয়ে ঠেলতে হচ্ছে দিদিকে। নিজের পায়ে চলার ক্ষমতা নেই তাঁর।

হুইলচেয়ারে বসে ভোটপ্রচারকে কটাক্ষ করে দিলীপবাবু বলেন, “এবার বলছেন দুয়ারে দুয়ারে সরকার। আপনার বাড়িতে লোক যাবে। কোথায়? দুয়ারে দুয়ারে সরকার হল না এখন হুইলচেয়ারে সরকার হয়ে গেল। তাই এই খেলার সরকার, হুইলচেয়ারে সরকার, আর নেই দরকার। যে নিজের পায়ে দাঁড়াতে পারে না, সে বাংলাকে কী করে দাঁড় করাবে”?

আরও পড়ুন- মমতাকে ব্ল্যাকমেল করেছেন অনুব্রত, তথ্য ফাঁস করলেন ফিরহাদ

উল্লেখ্য, গতকাল, মঙ্গলবার অন্য একটি জনসভায় গিয়েও দিলীপবাবু মমতা এই হুইলচেয়ারে ঘুরে ভোট প্রচার নিয়ে কটাক্ষ করেছিলেন। এদিন তিনি বলেন, “শাড়ি তুলে ব্যান্ডেজ দেখানোর কী দরকার? বারমুডা পরলেই তো হয়”। এরপর আজও ফের সেই একইভাবে মমতাকে বাক্যবাণে বিঁধলেন দিলীপ ঘোষ।

Back to top button
%d bloggers like this: