উদ্বোধন হল প্রধানমন্ত্রীর স্বপ্নের নতুন সংসদ ভবনের, অন্দরে বসল সেঙ্গোল, ঐতিহাসিক স্বর্ণদণ্ডের গুরুত্ব বোঝালেন মোদী

অবশেষে উদ্বোধন হল প্রধানমন্ত্রীর স্বপ্নের নতুন সংসদ ভবনের। নানান বিতর্ক, একাধিক বিরোধী দলের অনুষ্ঠান বয়কট, সমস্ত বাধা পেরিয়ে আজ, রবিবার নয়া সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলন লোকসভার স্পিকার ওম বিড়লা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নানান রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ আরও অনেকেই।
#WATCH | The 'Sengol' was consecrated amid Vedic chanting by Adheenams before its installation in the new Parliament building pic.twitter.com/lbYgDwZxkR
— ANI (@ANI) May 28, 2023
এদিন নয়া সংসদ ভবনের উদ্বোধনে সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ পৌঁছে যান প্রধানমন্ত্রী। তিনি পৌঁছনোর পরই নতুন সংসদ ভবনের মঙ্গল কামনায় শুরু হয় পুজোপাঠ। ১৫ মিনিট ধরে চলে পুজো। এরপর পবিত্র বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে নতুন সংসদ ভবনে স্বর্ণদণ্ড সেঙ্গোল স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের আগে সর্বধর্ম প্রার্থনা অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল।
#WATCH | 'Sarv-dharma' prayers are underway at the new Parliament building as the inauguration ceremony is led by PM Modi pic.twitter.com/6NyADeDZoM
— ANI (@ANI) May 28, 2023
এই নতুন সংসদ ভবনের অন্যতম আকর্ষণ সেঙ্গোল। দেশ স্বাধীন হওয়ার সময়ে ব্রিটিশদের হাত থেকে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসাবে একটি রাজদণ্ড ব্য়বহৃত হয়েছিল, যা সেঙ্গোল নামে পরিচিত। স্বাধীনতার ৭৫ বছর পর, নতুন সংসদ ভবনে স্থাপন করা হল সেঙ্গোল। সম্পূর্ণ ধর্মীয় আচার মেনে, তামিল রীতিতে সংসদে লোকসভা কক্ষে স্থাপন করা হয় সেই সেঙ্গোল। গতকাল, শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে এই সেঙ্গোল তুলে দেন তামিল আধিনম বা সন্তরা।
নতুন সংসদ ভবন উদ্বোধনের জন্য শুক্রবারই তামিলনাড়ুর নানান মঠ থেকে আসেন ৩০ জন সন্ত। এদিন সেঙ্গোল হাতে নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “যদি স্বাধীনতার পরই পবিত্র সেঙ্গোলকে যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া হত, তবে ভাল হত। কিন্তু এই সেঙ্গোল প্রয়াগরাজের আনন্দ ভবনে সাজিয়ে রাখা ছিল হাঁটার জন্য ব্য়বহৃত লাঠি হিসাবে। আপনাদের সেবক ও আমাদের সরকারই সেঙ্গোলকে আনন্দ ভবন থেকে বের করে নিয়ে এসেছে”।
New Parliament inauguration: PM Modi installs sacred 'Sengol' in Lok Sabha chamber
Read @ANI Story | https://t.co/1qyt8EUbOv#PMModi #NewParliamentBuilding #NewParliament pic.twitter.com/N48gcoi9yp
— ANI Digital (@ani_digital) May 28, 2023
সেঙ্গোলের গুরুত্ব বুঝিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যখন ব্রিটিশ রাজ থেকে স্বাধীন হওয়ার সময় এসেছিল, তখন ক্ষমতা হস্তান্তরের প্রতীক নিয়ে প্রশ্ন উঠেছিল। আমাদের দেশে ক্ষমতা হস্তান্তরের নানা নিয়ম, রীতি ছিল। কিন্তু বর্তমানে রাজাজী (রাজাগোপালাচারী) ও অধিনমদের সাহায্য়ে আমরা প্রাচীন তামিল সংস্কৃতি থেকে পবিত্র পথ খুঁজে পেয়েছি। সেঙ্গোলের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরিত হয়েছিল”।