মধ্যবিত্তদের জন্য বড় সুখবর! আয়করে বিরাট ছাড় অর্থমন্ত্রীর, ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও ট্যাক্স

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ, বুধবার সংসদে পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন। আর এবারের বাজেটে মধ্যবিত্তরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। আয়কর নিয়ে মধ্যবিত্তদের বড় চমক দিলেন অর্থমন্ত্রী। নতুন করকাঠামোতে আয়করের সীমা অনেকটাই বৃদ্ধি করা হল। আয়করের ঊর্ধ্বসীমা এবার ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হল ৭ লক্ষ।
মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধির জেরে বেশ সমস্যার মুখে দেশ। পণ্যের চাহিদা বাজারে বাজারে। ফলে উৎপাদন পরিমাণও কমছে। তাছাড়া গত দু’বছর আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমায় কোনও বদল আসেনি। ট্যাক্স স্ল্যাব বা করের হারে বদল করা হলেও মধ্যবিত্তরা সেভাবে স্বস্তি পাননি। এবারের বাজেটে করকাঠামোয় স্বস্তি পাওয়ার আশায় ছিলেন মধ্যবিত্তরা। এবার মধ্যবিত্তের সেই প্রত্যাশা পূরণ করলেন অর্থমন্ত্রী।
এদিন নির্মলা সীতারমণ জানান, নতুন কর ব্যবস্থায় বার্ষিক ৭ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে কোনও করই দিতে হবে না। যারা বার্ষিক ৯ লক্ষ টাকা আয় করেন এমন ব্যক্তিদের বর্তমানে ৬০ হাজার টাকা আয়কর দিতে হয়, তার বদলে এখন দিতে হবে ৪৫ হাজার টাকা। আর ১৫ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে মাত্র দেড় লক্ষ টাকা কর দিতে হবে।
নতুন করকাঠামোর আওতায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা হল-
- ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে আয়কর শূণ্য
- ৩ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ৫ শতাংশ আয়কর
- ৬ লক্ষ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১০ শতাংশ আয়কর
- ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২০ শতাংশ আয়কর
- ১৫ লক্ষের উপরে আয়ের ক্ষেত্রে আয়কর দিতে হবে ৩০ শতাংশ
- তবে নতুন ট্যাক্স রেজিমের আওতায় বিশেষ ছাড় দিয়ে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়কে আয়কর মুক্ত রাখল কেন্দ্র।
শুধুমাত্র করে ছাড়ই নয়, করকাঠামো এবং আইটি রিটার্ন ফাইল করার প্রক্রিয়ার ক্ষেত্রেও সরলীকরণ করেছেন নির্মলা সীতারমণ। করদাতাদের নতুন এই করকাঠামো ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কেউ যদি চান, তাহলে তিনি পুরনো রীতিতেও কর দিতে পারেন।