দ্বিতীয় দফায় লকডাউনের শেষদিন পর্যন্ত বন্ধই থাকছে যাত্রীবাহী ট্রেন চলাচল।

করোনা ভাইরাস রোধে দ্বিতীয় দফায় লকডাউনের সময়সীমা বেড়েছে ৩রা মে পর্যন্ত। দেশের পরিস্থিতি সামাল দিতে মার্চের শেষ সপ্তাহেই সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তারপর ২৫শে মার্চ ২১ দিনের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় আটকে পড়েন মানুষ। ট্রেন পরিষেবা চালু হওয়ার অপেক্ষায় দিন গোনা শুরু করেন সাধারণ মানুষ।
এরই মধ্যে আজ ১৪ এপ্রিল প্রথম দফার লকডাউনের মেয়াদ শেষের দিন ছিল। তাই তারপর থেকেই শুরু হয় টিকিট কাটা। আইআরসিটিসি ও অন্যান্য অনলাইন রেল টিকিট বুকিং সাইট থেকেও লোকজন টিকিট কাটা শুরু করে দেয়। কিন্তু মঙ্গলবার সকালেই প্রধানমন্ত্রী ভিডিও-ভাষণে জানালেন, দেশজুড়ে লকডাউন বাড়ানো হচ্ছে ৩রা মে পর্যন্ত। তাই আপাতত ট্রেন পরিষেবা স্তব্ধই থাকছে।
ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষও জানিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে আগামী ৩রা মে পর্যন্ত ট্রেন চলবে না। যদিও খাদ্যদ্রব্য ও ওষুধের মতো আবশ্যিক জিনিসপত্রের সরবরাহের জন্য কোনওদিনই বন্ধ হয়নি বা হবেনা মালবাহী রেলগাড়ি।