দেশ

ত্রিপুরায় উল্টোরথের শোভাযাত্রায় তড়িতাহত হয়ে মৃত্যু একাধিকের, স্বজনহারাদের পাশে দাঁড়ালেন মোদী, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

উল্টোরথের দিন ত্রিপুরায় ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। তড়িতাহত হয়ে মৃত্যু হয় একাধিকের। শোভাযাত্রায় স্বজনহারাদের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

গতকাল, বুধবার ছিল উল্টোরথ। এদিন ত্রিপুরার আগরতলা থেকে কিছুটা দূরে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। এদিন রথের শোভাযাত্রা চলাকালীন রথের চূড়ায় হাই টেনশন তার ছুঁয়ে যায়। সঙ্গে সঙ্গে তড়িদাহত হন রথের পুরোহিত। রথে অগ্নিসংযোগ হয়। এর জেরে হুড়োহুড়ি পড়ে যায় সেখানে। শোভাযাত্রায় অনেক মানুষ অংশ নিয়েছিলেন। তড়িদাহত হয়ে এবং অগ্নিসংযোগের জেরে মৃত্যু হয় ৭ জনের। বহু মানুষ আহত হন।

দুর্ঘটনার পরই উদ্ধারকার্য শুরু করে প্রশাসন। প্রচুর পুণ্যার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার খবর পাওয়ার পর এক মুহূর্ত সময় নষ্ট করেননি মুখ্যমন্ত্রী মাণিক সাহা। আগরতলা থেকে ট্রেনে চড়ে কুমারঘাটের ঘটনাস্থলে পৌঁছন তিনি।

এদিন হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন মাণিক সাহা। তাদের চিকিৎসার যাতে কোনও খামতি না থাকে, তা নিশ্চিত করেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আগে কখনও এরকম ঘটনা ঘটেনি। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। জখম ১৬ জন। তাঁরা জেবি হাসপাতালে চিকিৎসাধীন”।

পুলিশ সূত্রে খবর, উনাকোটি জেলার কুমারঘাটে মাসির বাড়ি থেকে মন্দিরে ফিরছিল ওই রথটি। লোহা দিয়ে তৈরি এই রথ। রথের চূড়া থেকে চাকা অবধি ফুলের সাজসজ্জায় ঢাকা ছিল। প্রায় কয়েক হাজার লোকজন উপস্থিত ছিলেন রথযাত্রায়। শতাধিক মানুষ রথের রশি ধরে টানছিলেন। হঠাৎই রথটি ওভারহেড তারের সংস্পর্শে চলে আসে। লোহার রথ হওয়ায়, মুহূর্তের মধ্যে গোটা রথটি বিদ্যুৎস্পৃষ্ট হয়।

ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওভারহেড তারের কীভাবে সংস্পর্শে এল রথটি, তা খতিয়ে দেখা হচ্ছে। রথযাত্রার জন্য আগে থেকেই যেখানে বিদ্যুতের তার উচু করে দেওয়া হয়। রথের উচ্চতাও স্থির করে দেওয়া হয়। এরপরও কীভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তা নিয়ে উঠছে প্রশ্ন।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর কম নয়। এমন দুর্ঘটনা কীভাবে ঘটল, সঠিক তদন্তের দাবী জানিয়ে সরব হয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

Back to top button
%d bloggers like this: