‘মন কি বাত’ অনুষ্ঠানে মিলখা সিং-কে শ্রদ্ধাজ্ঞাপন মোদীর, আসন্ন অলিম্পিকের জন্যও জানালেন শুভেচ্ছা

আজ ছিল ৭৮ তম ‘মন কি বাত’ অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত কিংবদন্তী অ্যাথলিট মিলখা সিং-কে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সেরা অ্যাথলিটের সঙ্গে নিজের অসামান্য অভিজ্ঞতাও দেশবাসীর সঙ্গে ভাগ করে নেন মোদী। এরই সঙ্গে আসন্ন টোকিও অলিম্পিকের জন্য ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছাও জানান তিনি।
করোনাকে জয় করেও করোনা পরবর্তী শারীরিক সমস্যার কারণে জীবনযুদ্ধে হার মানেন কমনওয়েলথ সোনাজয়ী পদ্মশ্রী মিলখা সিং। গত ১৮ই জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এদিন ‘মন কি বাত’ অনুষ্ঠানে মিলখা সিং-কে শ্রদ্ধা জানাতে গিয়ে মোদী বলেন, “মিলখা সিং যখন শেষবার হাসপাতালে ভরতি ছিলেন, তাঁর সঙ্গে কথা হয়েছিল। অনুরোধ জানিয়েছিলাম, অলিম্পিকে অংশ নেওয়া অ্যাথলিটদের উদ্বুদ্ধ করতে। তিনিই তো অনুপ্রেরণার প্রতীক। বছর কয়েক আগেও তাঁর সঙ্গে এক অনুষ্ঠানে দেখা হয়েছিল। তখনও তাঁর সঙ্গে আলাপচারিতার সুযোগ হয়। খানিকক্ষণ কথা বলেই বুঝেছিলাম, খেলা ও দেশের প্রতি তাঁর ভালবাসা ঠিক কতখানি”।
এরপরই মোদীর কণ্ঠে উঠে আসে আসন্ন অলিম্পিকের কথা। দেশের দরিদ্র, অসহায় পরিবার থেকে এসে আজ বিশ্বমঞ্চে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন একাধিক অ্যাথলিট। এদের মধ্যে কারোর বাবা বাসচালক, তো কারোর পরিবার চলে দিনমজুরি করে। এরাই দেশের আগামী প্রজন্মকে আলোর দিশা দেখাবেন বলে মনে করেন মোদী। বিশ্বমঞ্চে তারা দেশের মুখ উজ্জ্বল করবে বলে বিশ্বাস প্রধানমন্ত্রীর।
When talking about the Olympics, how can we not remember Milkha Singh Ji. When he was hospitalised, I got a chance to speak to him, I had requested him to motivate the athletes going for Tokyo Olympics: PM Modi during #MannKiBaat pic.twitter.com/xF3YYDi2uc
— ANI (@ANI) June 27, 2021
এদিনের ‘মন কি বাত’ অনুষ্ঠানে উঠে সে করোনা পরিস্থিতির প্রসঙ্গও। গত ২১শে জুন দেশজুড়ে বিনামূল্যে টিকাকরণে রেকর্ড হওয়ার কথাও বলেন মোদী। এরই সঙ্গে তিনি বলেন, করোনা সংক্রমণ দ্রুত ঠেকাতে দেশে টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে। এর পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিরভয়ে টিকা নেওয়ার জন্য আহ্বানও জানান প্রধানমন্ত্রী।