দেশ

কেন্দ্রশাসিত অঞ্চল উন্নয়নের অঙ্গীকার! প্রধানমন্ত্রীর উদ্যোগে জম্মু-কাশ্মীরে চালু হল আয়ুষ্মান ভারত প্রকল্প

এমন একটা সময় ছিল যখন কেন্দ্র কোনও কিছু প্রকল্প ঘোষণা করতেন। কিন্তু জম্মু-কাশ্মীর ছাড়া দেশের বিভিন্ন রাজ্যে তা লাগু হত। দীর্ঘদিন কেটে গেলেও তা জম্মু-কাশ্মীরে বাস্তবায়িত করা হত না। এর ফলে সেখানকার মানুষ সেই প্রকল্প থেকে কোনওরকম সুবিধাও পেতেন না। এখন আর তা হয় না। মোদী সরকারের আমলে সারা দেশের সঙ্গে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলের কথাও চিন্তা করা হয়। গোটা দেশের বিকাশই এখন কেন্দ্র সরকারের মূল মন্ত্র।

এই লক্ষ্য পূরণের জন্যই আজ, শনিবার প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীরে চালু করলেন আয়ুষ্মান ভারত প্রকল্প। এদিন প্রধানমন্ত্রী বলেন, “জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর থেকেই এখানে একাধিক প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। যে বিকাশের কথা একদিন জম্মু কাশ্মীরের মানুষেরা ভাবতেই পারতেন না, সেই কাজই আজ সেখানে হচ্ছে পুরোদমে”।

এদিন জম্মু ও কাশ্মীরে আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা করে নরেন্দ্র মোদী বলেন, “এই আয়ুষ্মান প্রকল্পের আওতায় প্রতিটি পরিবার বছরে ৫ লাখ টাকা বিমার সুবিধা পাবেন। শুধু নিজের রাজ্যেই নয়, দেশের যে কোনও প্রান্তে এই প্রকল্পের কার্ড ব্যবহার করে চিকিৎসা পরিষেবা নেওয়া যাবে। মুম্বই, কলকাতা থেকে দেশের সব জায়গায় ২৪০০ হাসপাতালে চিকিৎসা পরিষেবা মিলবে”। জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায় জম্মু ও কাশ্মীরে খুলছে ৭টি মেডিক্যাল কলেজ ও ১৫টি নার্সিং কলেজ।

এদিন, জম্মু ও কাশ্মীরে আয়ুষ্মান ভারত প্রকল্পের শুভ সূচনা করতে গিয়ে ফের একবার মমতা সরকারকে বিঁধলেন প্রধানমন্ত্রী। বলেন যে, চেন্নাই, মুম্বই, দিল্লি সব জায়গার মানুষ এই প্রকল্পের কার্ড ব্যবহার করে চিকিৎসা করাতে পারবেন। কিন্তু বাংলার মানুষ এই সুবিধা পাবেন না। কারণ বাংলার সরকার এই প্রকল্প তাদের রাজ্যে চালু করেনি। তিনি আফসোসের সুরে বলেন যে, “কী করা যাবে, কিছু মানুষ বুঝতে চায় না”।

Back to top button
%d bloggers like this: