দেশ

চাঁদের মাটিতে পা ভারতের! ‘এই মুহূর্ত অবিস্মরণীয় ও অভূতপূর্ব’, চন্দ্রযান চাঁদের মাটি স্পর্শ করতেই জাতির উদ্দেশে বললেন প্রধানমন্ত্রী

অবশেষে ৪০ দিনের অপেক্ষার অবসান হল ভারতের। স্বপ্নপূরণ হল ১৪০ কোটির। ইতিহাস গড়ল দেশ। চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণ চন্দ্রযান-৩ ল্যান্ডার বিক্রমের। এবার ল্যান্ডার থেকে বেরোবে রোভার প্রজ্ঞান। এই প্রজ্ঞান চাঁদ থেকে নানান তথ্য সংগ্রহ করে পৌঁছে দেবে বিক্রমকে। আর বিক্রম থেকে সেই বার্তা এসে পৌঁছবে পৃথিবীতে।

পৃথিবী থেকে চাঁদে ৩.৮৪ লক্ষ কিলোমিটার দিয়ে যাত্রা শুরু করেছিল যানটি। অবশেষে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছে। রাশিয়া, আমেরিকা ও চীনের পর চাঁদে সফট ল্যান্ডিং করা ভারত বিশ্বের তৃতীয় দেশ। তবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে ভারত।

চন্দ্রযানের চাঁদে অবতরণের মুহূর্তে গত বারের মতো এবার ইসরো দফতরে ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিকস সম্মেলনের জন্য দক্ষিণ আফ্রিকায় রয়েছেন তিনি। তবে চন্দ্রযানের অবতরণের মুহূর্তে সেখান থেকেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ইসরো কন্ট্রোল রুমের সঙ্গে জুড়ে ছিলেন প্রধানমন্ত্রী। সমগ্র দেশবাসীর সঙ্গে তিনিও চন্দ্রযানের চাঁদে অবতরণ দেখলেন।

কী জানালেন প্রধানমন্ত্রী?

এদিন চন্দ্রযানের সফল অবতরণের জন্য ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে এই সাফল্যের জন্য অভিনন্দন জানান আপামর দেশবাসীকেও। বলেন, “ভারত চাঁদের এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে পৃথিবীর আর কোনও দেশ পৌঁছতে পারেনি। আজ থেকে চাঁদকে নিয়ে মিথ, নানা প্রবাদ বদলে যাবে। আমরা পৃথিবীর লোকেরা চাঁদকে মামা বলি। আগে বলা হত, চাঁদ মামা অনেক দূরকে হ্যায়। এর পর এমন একটা সময় আসবে যখন ছোট ছেলেমেয়েরা বলবে চাঁদ মামা একটা ট্যুর দূরে মাত্র”।

প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, “ভবিষ্যতের জন্য আমাদের আরও কর্মসূচি রয়েছে। সূর্যের কর্মকাণ্ড পর্যবেক্ষণের জন্য ইসরো শীঘ্র আদিত্য-এলওয়ান মিশন শুরু করতে চলেছে। এবার শুক্রও ইসরোর কর্মসূচিতে রয়েছে। হিউম্যান ফ্লাইট মিশনের প্রস্তুতিও চলছে। ভারত বার বার প্রমাণ করছে দেশের সাফল্যের কোনও সীমা নেই”।

প্রধানমন্ত্রীর কথায়, “আজকের এই দিন দেশ চিরকাল মনে রাখবে। এই দিন আমাদের সবাইকে উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করবে। হেরে গিয়েও কীভাবে জিতে ফিরে আসা যায় তা আজকের দিন মনে করাবে। তাই আবারও ইসরোর সমস্ত বৈজ্ঞানিকদের ধন্যবাদ ও অভিনন্দন”।

চন্দ্রযানের সফল অবতরণের জন্য টুইট করে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ইসরোর সমস্ত বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে বললেন, “ভারত এবার মহাকাশের সুপার লিগে”।  

Back to top button
%d bloggers like this: