দেশ

কোনও মহিলাকেই সন্তান জন্ম দেওয়ার জন্য বাধ্য করা যাবে না, এটি মহিলার ব্যক্তিগত অধিকার, সাফ জানিয়ে দিল হাইকোর্ট

কোনও মহিলাকে সন্তান ধারণের জন্য বাধ্য করা যাবে না। কারণ সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের মধ্যে প্রজনন পছন্দের অধিকারটি ব্যক্তিগত স্বাধীনতার মধ্যেই পড়ে। একটি বিবাহ বিচ্ছেদ মামলায় এমনই রায় দিল বোম্বে হাইকোর্ট। সন্তান জন্ম দেওার ক্ষেত্রে একজন স্ত্রীর অধিকার থিক কতটা, তা জানিয়ে দিল আদালতের বিচারতি অতুল চান্দুরকর ও ঊর্মিলা জোশি ফালকের ডিভিশন বেঞ্চ।

মামলার বয়ান অনুযায়ী, ২০০১ সালে বিয়ে হয় ওই দম্পত্তির। স্বামীর অভিযোগ, বিয়ের পর থেকে স্ত্রী চাকরি করার জন্য জোর করছিলেন। তিনি স্বামীর সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছিলেন। এমনকি দ্বিতীয় বার গর্ভধারণেও অস্বীকার করেছিলেন মহিলা। স্বামীর আরও অভিযোগ, ২০০৪ সালে তাদের প্রথম ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তাঁর স্ত্রী। তাই তিনি বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেন।

অন্যদিকে, স্ত্রী যুক্তি দিয়ে বলেন যে প্রথম সন্তান নেওয়ার পর অসুস্থতার কারণে তিনি দ্বিতীয় সন্তান নিতে চান নি। তার উপর তাঁর স্বামী তাঁকে পরকীয়ায় জড়িয়ে থাকার সন্দেহ করেন। তাছাড়া, তিনি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তাঁর স্বামী তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কোনও চেষ্টাও করেন নি বলে জানান মহিলা। এমনকি, তিনি সন্তানের দায়িত্বও নিতে চান নি।

উভয় পক্ষের বয়ান শোনার পর আদালত জানায় যে মহিলা একটি সন্তানের জন্ম দিয়েছেন। তাই এটা বলা যায় না যে তিনি সন্তান গ্রহণে অনিচ্ছুক। তাছাড়া, গর্ভধারণ না করার জন্য কোনও মহিলাকে নিষ্ঠুর বলা যায় না। তাছাড়া, মহিলা চাকরির জন্য যে স্বামীকে হয়রানি করেছেন, তেমন কোনও প্রমাণ মেলেনি। এরপরই স্বামীর আবেদন খারিজ করে দেয় আদালত।

Back to top button
%d bloggers like this: