দেশ

‘রাষ্ট্রপতি নির্বাচনে টাকার খেলা চলছে, রাজনৈতিক দলগুলি ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে’, রাষ্ট্রপতি নির্বাচনের দিন বিস্ফোরক যশবন্ত সিনহা

আজ, সোমবার, ১৮ই জুলাই। এদিন সকাল থেকেই গোটা দেশজুড়ে যেন টানটান উত্তেজনা। সংসদ ভবন থেকে শুরু করে রাজ্যের নানান বিধানসভাগুলিতে একেবারে সাজো সাজো রব। আজ, রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। আজ সকাল ১০টা থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ পর্ব। আর এরই মাঝে এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাষ্ট্রপতি নির্বাচনের এক প্রার্থী যশবন্ত সিনহা।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে যশবন্ত সিনহা বলেন, “টাকার খেলা চলছে। টাকা দিয়ে সরকার পক্ষের দিকে ভোট টানার চেষ্টা, রাজনৈতিক দলগুলিকে ভেঙে ফেলার চক্রান্ত হচ্ছে”। ওয়াকিবহাল মহলের মতে, রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে কোনও পদপ্রার্থীর এহেন মন্তব্য বা অভিযোগ করা কোনওভাবেই কাম্য নয়।

দেশের আগামী রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে লড়াই চলছে আজ। এই পদ স্থির করতে রাজনৈতিক নিরপেক্ষতা থাকাই স্বাভাবিক। তবে গণতন্ত্রের ভারসাম্য বজায় রাখার জন্য এই পদ নিয়েও চলে ভোটযুদ্ধ। তবে সকল দল মিলে একত্রে একজন রাষ্ট্রপতি বেছে নেওয়ার নজিরও অতীতে দেখা গিয়েছে বটে। তবে এবারে তেমন হয়নি।

২০২২ সালে রাষ্ট্রপতি পদ নিয়ে চলছে দ্বিমুখী লড়াই। একদিকে এনডিএ অর্থাৎ সরকার পক্ষের মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু ও অন্যদিকে বিরোধীদের মনোনীত প্রার্থী যশবন্ত সিনহা। এই যশবন্ত আগে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। ফলে এই লড়াই বেশ হাড্ডাহাড্ডির।

রাষ্ট্রপতি নির্বাচনের দিনই যশবন্ত সিনহা বলছেন, “শুধু রাজনৈতিক লড়াই নয় এটা। সরকারি এজেন্সিগুলোর বিরুদ্ধেই লড়াই করছি। কারণ, তারা এতটাই ক্ষমতার শীর্ষে উঠে এসেছে যে অন্যান্য রাজনৈতিক দলগুলিকে ভেঙে ফেলার চেষ্টা চলছে। টাকার খেলাও চলছে”।

যশবন্তের আরও বলেন, “দেশ গণতন্ত্রের পথেই হাঁটবে নাকি তাতে ইতি পড়বে, এই নির্বাচনে তা বোঝা যাবে। সকলের কাছে আমার আবেদন, নিজেদের অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে ভোটদান করুন”।

এদিকে, রাজ্য বিধানসভায় ভোটপ্রক্রিয়া চলাকালীন একে অপরের বিরুদ্ধে ক্রস ভোটিংয়ের অভিযোগ তুলল তৃণমূল- বিজেপি। তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, বিজেপির অনেকেই যশবন্তকে ভোট দিচ্ছেন। তাঁকে পালটা দিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, তৃণমূলের অনেকেরই ভোট পাবেন দ্রৌপদী মুর্মু। 

Back to top button
%d bloggers like this: