স্বাধীনতা দিবসের আগে অফারের ঝুলি নিয়ে হাজির Amazon, জলের দামে এবার কেনা যাবে একাধিক প্রোডাক্ট

বছরের নানান সময় নানান উৎসব উপলক্ষ্যে দারুণ দারুণ অফার নিয়ে হাজির হয় নানান ই-কমার্স সাইটগুলি। এবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অফারের একেবারে ঝুলি নিয়ে হাজির Amazon। এই সংস্থার অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল শুরু হচ্ছে। আর এই সেলে একেবারে জলের দামে নানান জিনিস কিনতে পারবেন গ্রাহকরা।
কবে থেকে শুরু হচ্ছে এই সেল?
আমাজনের তরফে জানানো হয়েছে, আগামী ৪ আগস্ট থেকে শুরু হবে এই গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল। চলবে ৮ তারিখ পর্যন্ত। তবে আমাজনের প্রাইম কাস্টমারদের জন্য ৩ তারিখ দুপুর ১২ টা থেকেই শুরু হয়ে গিয়েছে এই সেল। এখন বাজার গিয়ে কেনাকাটা অনেকেই পছন্দ করেন না। ঘরে বসে নিজের পছন্দের জিনিস হাতের নাগালে পেতেই এখন স্বাচ্ছন্দ্য সকলে।
কোন কোন প্রোডাক্টের উপর অফার দিচ্ছে কোম্পানি?
জানা যাচ্ছে এই অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে Redmi-র ৪৩ ইঞ্চি 4K স্মার্ট টিভি গ্রাহক পেয়ে যাবে মাত্র ২৩,৯৯৯ টাকায়। টিভির আসল দাম ৪২,৯৯৯ টাকা। স্যামসাং ব্র্যান্ডের ৪৩ ইঞ্চি 4K স্মার্ট টিভি মিলবে ৩১,৯৯০ টাকায় কিনতে পারেন, যেখানে এর আসল দাম ৪৭,৯০০ টাকা। এই সেলে ৭৭৯০ টাকায় রেফ্রিজারেটর কিনতে পারবেন গ্রাহকরা। স্মার্ট টিভি ৬,৯৯৯ টাকায়, ওয়াশিং মেশিন ৫,৯০০ টাকায় মিলবে এই সেলে।
এখানেই শেষ নয়। সেলে SBI কার্ড দিয়ে কেনাকাটা করলে ১০ শতাংশ ছাড় মিলবে। পোশাক, জুতো ও অন্যান্য জিনিসে কমপক্ষে ৫০ শতাংশ ছাড় পাওয়া যাবে। অ্যামাজনে প্রথম অর্ডারে ২০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। প্রাইম আর্লি ডিলে আলাদা করে আরও অনেক সুবিধা পাবেন গ্রাহকরা।
এখানেই শেষ নয়, এই অফারের অধীনে ৩০ দিনের প্রাইম ফ্রি ট্রায়াল পাওয়া যাবে বলে জানা গিয়েছে অ্যামাজনের তরফে। এই অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে স্মার্ট টিভি এবং অ্যাপ্লায়েন্সে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।