৩৭,০০০ টাকার ফোন কিনুন মাত্র ৩,০০০ টাকায়, Vivo V27 5G ফোনে মিলছে দুর্দান্ত ছাড়, অফার হাতছাড়া হলেই বড় মিস

বেশ কিছুদিন হল লঞ্চ হয়েছে Vivo V27 5G স্মার্টফোনটি। আর এই ফোনে এবার মিলছে বিপুল ছাড়। একটি জনপ্রিয় ই-কমার্স সাইট থেকে এই ফোন কিনলে গ্রাহক মাত্র ৩,০০০ টাকাতেই পেয়ে যাবেন এই দুর্দান্ত ফোনটি।
কীভাবে ছাড় মিলবে এই ফোনে?
Vivo V27 5G-এর বাজারমূল্য ৩৬,৯৯৯ টাকা। আপনি ১০ শতাংশ ছাড়ের পরে ৩২,৯৯৯ টাকায় আপনি কিনতে পারবেন এই ফোন। এর সঙ্গে রয়েছে অনেক ব্যাঙ্ক অফারও। HDFC ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ইএমআই লেনদেনে ১,২৫০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাবে। এই অফারটি ভালো বিকল্প হতে পারে গ্রাহকের জন্য। যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড না থাকে, তাহলে গ্রাহকের জন্য আরও অন্য একটি নতুন অফারও রয়েছে।
কী সেই অফার?
ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ইএমআই লেনদেনে সরাসরি ১০ শতাংশ ছাড় পেতে পারেন গ্রাহক৷ ডেবিট কার্ডেও মিলবে একই ধরনের অফার। এছাড়াও, গ্রাহক যদি নিজের পুরনো ফোন এক্সচেঞ্জ অফারটি নেন, তাহলেও অনেক সস্তায় পেতে পারেন Vivo V27 5G ফোনটি।
ফ্লিপকার্টে পুরনো স্মার্টফোন ফেরত দিলে ৩০ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন গ্রাহক। তবে এই অফারের জন্য নিজের পুরানো স্মার্টফোনটি ফ্লিপকার্টে ফেরত দিতে হবে গ্রাহককে। আর সেই পুরানো ফোনের অবস্থার উপরও নির্ভর করবে ঠিক কত টাকা ছাড় পাওয়া যাবে। পুরনো ফোনের অবস্থা ভালো থাকলে গ্রাহক ৩০ টাকা ছাড়ের পর মাত্র ৩০০০ টাকায় পেয়ে যাবেন Vivo V27 5G ফোনটি।
কী কী ফিচার্স রয়েছে এই Vivo V27 5G ফোনে?
এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে। ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা মিলবে। এই ফোনের প্রাথমিক ক্যামেরা ৫০ এমগাপিক্সেল। একটি ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে এও ফোনে। এই ফোনে থাকছে ৪৬০০ মেগাহার্টজ ব্যাটারি। অর্থাৎ ব্যাটারি ব্যাকআপ নিয়ে বেশি ভাবতে হবে না গ্রাহককে। এছাড়াও এই ফোনে রয়েছে Mediatek Dimensity ৭২০০ ৫জি প্রসেসর যার ফলে ফোনের গতি নিয়ে চিন্তার কোনও কারণ নেই।