রাজ্য

আজ সারাদিন বৃষ্টি হলেও ফের দক্ষিণবঙ্গে বাড়বে গরম ও অস্বস্তি, উত্তরবঙ্গে জারি থাকবে বৃষ্টি, ফের বদল আবহাওয়ায়

উত্তরবঙ্গে বুধবার থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল সংলগ্ন এলাকা সামান্য ভিজতে পারে বলে জানা গিয়েছে। তবে বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে ফের বাড়বে গরম।

আজ, মঙ্গলবার সকাল থেকেই রাজ্যজুড়ে মেঘলা আকাশ। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। কলকাতাতেও কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বুধবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিস্তা, তোর্সা, জলঢাকা-সহ উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বাড়ছে। এর জেরে বিপদের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ছত্রিশগড় মধ্যপ্রদেশ ও বিদর্ভ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ওড়িশা, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, কঙ্কন, গোয়া, কেরালা, মাহে এবং রাজস্থানে। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি-সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি বাড়তে পারে বলে জানা যাচ্ছে। 

Back to top button
%d bloggers like this: