প্রযুক্তি

একবার চার্জ দিলেই ২০০ কিমি, বাজেটের মধ্যে লঞ্চ হল দুর্দান্ত মাইলেজের এই ইলেকট্রিক স্কুটার

বর্তমানে জ্বালানির জ্বালা থেকে বাঁচতে ও পরিবেশ দূষণ কমাতে অনেকেই পেট্রোল চালিত বাইক বা স্কুটার ছেড়ে বৈদ্যুতিক স্কুটার কেনার দিকে ঝুঁকেছেন। তবে অনেকেই আবার মনে করে এই ই-স্কুটারের দাম অনেক বেশি। তবে এবার আপনার বাজেটের মধ্যেই দারুণ ই-স্কুটার এল বাজারে।

ইলেকট্রিক স্কুটারের বাজারে Enigma-র নাম বিশেষ উল্লেখযোগ্য। এবার এই সংস্থার তরফেই লঞ্চ করা হল নয়া ই-স্কুটার যার নাম Ambier N8। অত্যন্ত কম দামের মধ্যেই এই স্কুটার বাজারে আনল এই কোম্পানি যা মধ্যবিত্তদের নাগালের মধ্যেই। এই ই-স্কুটারের সবথেকে আকর্ষণীয় ফিচার হল এই ই-স্কুটারে একবার চার্জ দিলেই তা ২০০ কিমি পথ অতিক্রম করতে পারে অর্থাৎ একবার চার্জেই আপনি কলকাতা থেকে দীঘা ঘুরে আসতে পারবেন।

কেমন গতিবেগ এই Ambier N8-র?

Ambier N8 একটি উচ্চগতি সম্পন্ন ই-স্কুটার। এই ই-স্কুটারে রয়েছে ১৫০০ ওয়াটের BLDC মোটর। এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টা প্রতি ৪৫ থেকে ৫০ কিমি। এই স্কুটারে শক্তি ভান্ডার হিসাবে ব্যবহার করা হয়েছে ৬৩ ভোল্ট ৬০ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি প্যাক। এর জেরে ফুল চার্জে এই স্কুটার ২০০ কিমি পর্যন্ত রাস্তা ছুটতে পারে।

জেনে নেওয়া যাক Ambier N8-র ব্যাটারি ও ডাইমেনশন সম্পর্কে

সংস্থার তরফে জানানো হয়েছে, Ambier N8-র ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে দুই থেকে চার ঘন্টা সময় লাগে। ডাইমেনশনের দিকে নজর দিলে দেখা যাবে, এই Ambier N8 তৈরি হয়েছে ১২৯০ মিমি লম্বা হুইলবেসের উপর। এই স্কুটারের বুটের আয়তন ২৬ লিটার। সর্বোচ্চ ২০০ কেজি পর্যন্ত ওজন সহযোগে চলার ক্ষমতা রয়েছে স্কুটারটির।

আর কী কী ফিচার্স রয়েছে এই Ambier N8 ই-স্কুটারে?

এই Ambier N8 ই-স্কুটারটি Enigma On Connect অ্যাপ্লিকেশনের মাধ্যমে মোবাইল ফোনের সঙ্গে সংযুক্ত করা যাবে। সাসপেনশনের দায়িত্ব সামলানোর জন্য এই স্কুটারটির সামনের দিকে ১৩০ মিমি চওড়া টেলিস্কোপিক ফর্ক ও পিছনের দিকে স্প্রিং সাসপেনশন রয়েছে। গ্রাহকরা পাঁচটি রঙে কিনতে পারবেন এই Ambier N8।  এগুলি হল- গ্রে, হোয়াইট, ব্লু, ম্যাট ব্ল্যাক ও সিলভার।

কত দাম Ambier N8 ই-স্কুটারের?

জানা গিয়েছে, এই Ambier N8 ই-স্কুটারের দাম ১.০৫ লক্ষ টাকা থেকে ১.১০ লক্ষ টাকা (এক্স শোরুম) পর্যন্ত রাখা হয়েছে। গ্রাহকরা এই Ambier N8 ই-স্কুটারটি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে বুক করতে পারবেন। 

Back to top button
%d bloggers like this: