মধ্যবিত্তদের জন্য সুখবর! এবার মাত্র ১৩,০০০ টাকাতেই ঘরে আনুন Hero Vida V1 ইলেকট্রিক স্কুটার, একবার চার্জেই ছুটবে ১১০ কিমি

ইলেকট্রিক স্কুটারের বাজারের Hero মোটরকর্পের জুড়ি মেলা ভার। Hero Vida V1 স্কুটার ইতিমধ্যেই নাম লিখিয়ে ফেলেছে গিনেস বুকে। মাত্র ১৩,০০০ টাকাতেই এবার এই স্কুটার পাবেন গ্রাহক। দারুণ অদার আনল Hero।
কী কী রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে?
এই স্কুটারে রয়েছে সোয়াপেবেল ব্যাটারি প্রযুক্তি। অর্থাৎ আগামীদিনে ব্যাটারি বদলে নেওয়ার সুযোগ থাকবে। আর এই গোটা প্রক্রিয়া করা যাবে বাড়ি বসেই। ডুয়াল টোন চেহারায় আকর্ষণীয় লুক দেওয়া হয়েছে স্কুটারে। রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল (৭ ইঞ্চি স্ক্রিন), ব্লুটুথ ও ওয়াইফাই কানেকশন। মোবাইল থেকে স্কুটারের যাবতীয় পারফরম্যান্স ও স্টেটাস দেখা যাবে।
এছাড়াও এই স্কুটারে মিলবে কল, SMS এলার্ট সহ মোবাইল চার্জ দেওয়ার জন্য USB চার্জিং পোর্ট। নেভিগেশন ফিচার-সহ মিউজিক কন্ট্রোল, কি-লেস এন্ট্রি, ক্রুজ কন্ট্রোল, এমন নানান ফিচার্স রয়েছে এই হিরো ভিডা ওয়ানে।
কেমন ব্যাটারি এই ইলেকট্রিক স্কুটারের?
এই স্কুটারে রয়েছে ডিস্ক ও ড্রাম ব্রেকের সুবিধা যুক্ত ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থা। সংস্থার দাবী, এই স্কুটারে ০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগে ৬৫ মিনিট। ফুল চার্জ থাকলে এই স্কুটার একটানা ১১০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।
বাইকের মতো উচ্চ গতি হয়ত নেই এই স্কুটারে। তবে সর্বাধিক ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তোলা যাবে এই ই-স্কুটারে। চালকের সুবিধার্থে এই স্কুটারে রয়েছে এলইডি হেডলাইট, টেল লাইট ও টার্ন সিগন্যাল।
কত দাম Hero-এর এই ই–স্কুটারের?
হিরো ভিডা ইলেকট্রিক স্কুটারের দাম রয়েছে ১ লক্ষ ২৬ হাজার থেকে ১ লক্ষ ২৮ হাজার টাকা। তবে চমকপ্রদ বিষয় হল, ফ্লিপকার্ট থেকেও বুক করা যাবে এই স্কুটার। কেউ যদি এই স্কুটার কিনতে একসঙ্গে এতগুলো টাকা না দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে মাসিক কিস্তি দিয়ে এই স্কুটারটি কিনতে পারেন গ্রাহক। এই স্কুটারের জন্য ১৩ হাজার টাকা মাসিক কিস্তি দিতে হবে গ্রাহককে।