প্রযুক্তি

AI ক্ষেত্রে শীর্ষে থাকার অঙ্গীকার, কৃত্রিম বুদ্ধিমত্তায় এবার দেশকে পথ দেখাবে JIO, বড় ঘোষণা মুকেশ আম্বানির

এখন গোটা দুনিয়ার চিত্রটাই যেন ধীরে ধীরে বদলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেই কারণে এবার এই ক্ষেত্রেও শীর্ষে থাকতে চায় জিও। ২০২৩-এর বার্ষিক সাধারণ সভায় এবার এক বড় ঘোষণা করলেন মুকেশ আম্বানি।

ভারতীয়দের দক্ষতা নিয়েও আশাবাদী মুকেশ আম্বানি। তিনি বলেন, ভারতের কাছে ডেটা রয়েছে, আছে প্রতিভা। কিন্তু আমাদের এআই সংক্রান্ত একটি প্রস্তুত পরিকাঠামো প্রয়োজন যা কৃত্রিম বুদ্ধিমত্তার বিপুল চাহিদা পূরণ করবে। তাই ২,০০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এআই চালিত কম্পিউটিং ক্ষমতা তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ জিও।

জিও 5G

কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি জিও 5G নিয়েও একাধিক ঘোষণা করেন মুকেশ আম্বানি। ২০২২ সালের অক্টোবর মাসে লঞ্চ হয় জিও 5G। বর্তমানে ভারতে ৮৫ শতাংশ 5G নেটওয়ার্ক রয়েছে জিও-এর। তাঁর দাবি, বর্তমান গতি অনুযায়ী প্রতি ১০ সেকেন্ডে একটি করে 5G সেল যোগ করছে জিও। ডিসেম্বর মাসের মধ্যে এই সংখ্যা ১০ লক্ষে পৌঁছবে।

দেশজুড়ে 5G-এর আধিপত্য

রিলায়েন্স জিও মাত্র ৯ মাসেই দেশের ৯৬ শতাংশ শহরে পৌঁছে গিয়েছে। চলতি বছর ডিসেম্বরের মধ্যে গোটা দেশ কভার করার ট্র্যাকে রয়েছি আমরা। বিশ্বের সবথেকে দ্রুত গতির 5G রোলআউট করার কৃতিত্ব মাইলফলক স্পর্শ করবে জিও।

অন্যদিকে দেশে তারহীন সংযোগের ক্ষেত্রে বড় অবদান রয়েছে জিও ফাইবারের। এদিন সাধারণ সভায় মুকেশ আম্বানি বলেন, করোনা মহামারী থাকা সত্ত্বেও ১ কোটি সাবস্ক্রাইবার যোগ করেছে জিও ফাইবার। এর মধ্যে প্রতিটি ইউজার প্রতি মাসে ২৮০ জিবি এর বেশি ডেটা খরচ করে। যা পার-ক্যাপিটা মোবাইল ডেটা কনসাম্পশনের থেকে ১০ গুণ বেশি।

জিও ফাইবারের পর এবার জিও এয়ারফাইবার

জিও ফাইবারের পর আসতে চলেছে জিও এয়ারফাইবার, যা দেশজুড়ে 5G নেটওয়ার্ক এবং অ্যাডভান্স ওয়্যারলেস টেকনোলজি প্রদান করবে বলে জানিয়েছে রিলায়েন্স। গণেশ চতুর্থীর দিন অর্থাৎ ১৯ সেপ্টেম্বর তারিখে জিও এয়ারফাইবার লঞ্চ করবে কোম্পানিটি।

Back to top button
%d bloggers like this: